Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘বিড অ্যাওয়ার্ড অন গ্রিণ ইনিসিয়েটিভ’ এর জন্য প্রতিবেদন আহ্বান

| প্রকাশের সময় : ১৯ নভেম্বর, ২০১৭, ১২:০০ এএম

প্রেস বিজ্ঞপ্তি : সরকারের টেকসই ও নবায়নযোগ্য জ্বালানী উন্নয়ন কর্তৃপক্ষ-স্রেডা, বিদ্যুৎবিভাগের পাওয়ার সেল এবং এক্সপোনেট এক্সিবিশনের উদ্যোগে সবুজায়নে অবদানের জন্য বিভিন্ন প্রতিষ্ঠান, ব্যক্তি ও গ্রুপকে ১৫টি ক্যাটাগরিতে মোট ৪০টি ‘বিড অ্যাওয়ার্ড অন গ্রীণ ইনিসিয়েটিভ’ শীর্ষক পুরস্কার প্রদান করবে। এজন্য আগ্রহীদের আগামী ৩০ ডিসেম্বরের মধ্যে ৪ মিনিটের ধারা বর্ণনাসহ অনুর্ধ্ব ৬ মিনিটের অডিও-ভিডিও/পাওয়ার পয়েন্ট ভিডিওসহ প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
আগামী ২ মার্চ রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে পরিবেশবান্ধব ও জ্বালানী সাশ্্রয়ী শিল্প প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি এবং টেকসই উন্নয়নের মাধ্যমে সবুজ অর্থনীতি গড়ে তোলার লক্ষ্যে শিল্প উদ্যোক্তাদের বিনিয়োগে আগ্রহী করার জন্য এই পুরস্কার দেয়া হচ্ছে বলে জানা গেছে।
এক প্রেস বিজ্ঞপ্তিতে এক্সপোনেট এক্সিবিশনের ব্যবস্থাপনা পরিচালক রাশেদুল হক জানান, প্রতিষ্ঠান পর্যায়ে বেস্ট গ্রীণ বিল্ডিং (ব্যবসায়িক, আবাসিক), গ্রীণ ফ্যাক্টরী (গার্মেন্টস, টেক্সটাইল, নিটিং, ফার্মা, লেদার, প্লাস্টিক এবং সাধারণ), বেস্ট গ্রীণ ইন্ডাষ্ট্রিয়াল মেশিনারী (যে কোন শিল্পের মেশিনারী নির্মাতা ও সরবরাহকারী প্রতিষ্ঠান), বেস্ট গ্রীণ ওয়াটার ম্যানেজমেন্ট, বেস্ট গ্রীণ ই- ওয়েস্ট ম্যানেজমেন্ট, বেস্ট এনার্জি ইফিসিয়েন্ট ইলেকট্রনিক্স, বেস্ট গ্রীণ কনস্ট্রাকশন ম্যাটেরিয়ালস (সিমেন্ট, আয়রন এ্যান্ড স্টিল, পেইন্টস, গøাস, সাধারণ), বেস্ট গ্রীণপ্রজেক্ট (বড়, ছোট), বেস্ট গ্রীণ ইনভেস্টমেন্ট (ব্যাংকিং, নন-ব্যাংকিং), বেস্ট গ্রীণহাউস-হোল্ড প্রডাক্টস (ওভেন, ফ্রিজ, টিভি, এসি) বেস্ট গ্রীণ এডুকেশন (স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, ট্রেনিং, সার্টিফায়েডবডি) পুরস্কার দেয়া হবে।
এছাড়া ব্যাক্তি পর্যায়ে বেস্ট গ্রীণ আর্কিটেক্ট, বেস্ট গ্রীণ কনসালটেন্ট, বেস্ট গ্রীণ জার্নালিজম (প্রিন্ট, টিভি, রেডিও, অনলাইন) এবং গ্রুপ পর্যায়ে বেস্ট গ্রীণ ইনিসিয়েটিভ ট্রেড বডি (এসোসিয়েশন, চেম্বার, জয়েন্ট চেম্বার) কে “বাংলাদেশ ইনফ্রাস্ট্রাকচার ইনোভেশন্ অ্যান্ড ডেভলপমেন্ট অ্যাওয়ার্ড ফর গ্রীণ ইনিসিয়েটিভ” শিরোনামে পুরস্কার প্রদান করা হবে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ইউএস গ্রীণ বিল্ডিং কাউন্সিল, ভারতের গ্রীণ বিল্ডিং কাউন্সিল, ইন্ডিয়ান ফায়ার এ্যান্ড সিকিউরিটি এসোসিয়েশন-ফেসি ও সোসাইটি অফ হিটিং রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার-কন্ডিশনিং ও বাংলাদেশের বিকেএমইএ, ঢাকা ওয়াসা, বাংলাদেশ-চাইনা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাষ্ট্রি এবং বাংলাদেশ ইনফ্রাস্ট্রাকচার ফাইনান্স ফান্ড লিমিটেড-বিআইএফএফএল এই অ্যাওয়ার্ডের সহযোগী পার্টনার।
মনোনয়নের জন্য ব্যক্তি, পণ্য বা প্রতিষ্ঠানের টেকসইক্ষমতা, সবুজের ব্যবহার ও দক্ষতা, বিদ্যুৎ সাশ্রয়ে ভূমিকা, সবুজায়নের সচেতনতা বৃদ্ধিতে গৃহিত পদক্ষেপের প্রতি গুরুত্ব দেবে। এছাড়া িি.িনররফবীঢ়ড়.পড়স বা ০১৭৮৭৬৯৩১৯৬ নাম্বারে বিস্তারিত জানা যাবে।
রাশেদুল হক আরও জানান, অ্যাওয়ার্ড প্রদানের পাশাপাশি বিশ্ব বিদ্যুৎ সাশ্রয়ী দিবস-২০১৮কে সামনে রেখে ৪ দিনের আন্তর্জাতিক উন্নয়ন সম্মেলন ও যে কোন শিল্পের বিদ্যুৎ সাশ্রয়ী ও পরিবেশবান্ধব শিল্প পণ্যের প্রদর্শনী অনুষ্ঠিত হবে। যেখানে চীন, ভারত, মালয়শিয়া, কোরিয়া, যুক্তরাষ্ট্র, যুক্টরাজ্য, সুইজারল্যান্ড ও স্বাগতিক বাংলাদেশ সহ মোট ১৩টি দেশের মোট ২২০টি বিদ্যুৎ স্বাশ্রয়ী, টেকসই, আধুনিক ও পরিবেশবান্ধব শিল্প প্রযুক্তি নির্মাতাও সেবা প্রদানকারী অংশগ্রহণ করবে বলে আশা করা যাচ্ছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ