Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাগপা সভাপতি রেহানা প্রধানের বড় ভাই দেলোয়ার হোসেন দিলুর মৃত্যুতে শোক ও সমবেদনা

| প্রকাশের সময় : ১৯ নভেম্বর, ২০১৭, ১২:০০ এএম

বগুড়া ব্যুরো ঃ জাতীয় গণতান্ত্রিক পার্টির জাগপা কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যাপিকা রেহানা প্রদানের বড় ভাই দেলোয়ার হোসেন দিলু গতকাল শনিবার সকাল ৮ টায় ঢাকা ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহে ওয়াইন্না ইলাহে রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি গত ০৪ নভেম্বর হৃদরোগে আক্রান্ত হলে বগুড়া শহীদ জিয়া মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়। মরহুম দেলোয়ার হোসেন দিলু শহীদ ডাক্তার ছহির উদ্দিন আকন্দের ৩য় পুত্র। ৬ ভাই ও ৪ বোনের মধ্যে তিনি ছিলেন ৪র্থ। মৃত্যু কালে তিনি ৩ ছেলে ও ২ মেয়ে রেখে গেছেন। ১৯৭১ সালে খান সেনাদের প্রতিরোধ করতে গিয়ে মাটিডালীতে তার পিতা ডাঃ ছহির উদ্দিন আকন্দ প্রথম শহীদ হন। তার বড় ভাই বীর মুক্তিযোদ্ধা মরহুম মাহফুজার রহমান বাবু তদানিন্তন পূর্ব পাকিস্থান ছাত্রলীগের নেতা হিসাবে মুক্তিযুদ্ধে অংশ নেন। মরহুমের মৃত্যুর সংবাদ পৌছা মাত্র এলাকায় শোকের ছায়া নেমে আসে। মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা সহ গভীর শোক প্রকাশ করে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি প্রদান করেন জাগপা কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা খন্দকার লুৎফর রহমান, সহ-সভাপতি ব্যারিষ্টার তাসমিয়া প্রধান, শিক্ষা ও ছাত্র বিষয়ক সম্পাদক শামীম আক্তার পাইলট।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ