বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
চলতি ২০১৭-১৮ অর্থবছরে রাষ্ট্রায়ত্ব চিনিকলগুলোর আখ মাড়াই শুরু হয়েছে। গত ১৭ নবেম্বর থেকে নাটোর, নর্থবেঙ্গল ও রাজশাহী চিনিকলে আখ মাড়াই কার্যক্রম শুরু হয়। মোট ১৫ টি চিনিকলে পর্যায়ক্রমে আখ মাড়াই শুরু করা হবে। এর মধ্যে পঞ্চগড় ৮ ডিসেম্বর, ঠাকুরগাঁও, সেতাবগঞ্জ, শ্যামপুর, রংপুর, জয়পুরহাট ও পাবনা চিনিকলে মাড়াই শুরু হবে ১৫ ডিসেম্বর। আর ১ ডিসেম্বর শুরু হবে জিলবাংলা, ফরিদপুর, মোবারকগঞ্জ ও কেরু এন্ড কোম্পানীর আখ মাড়াই। চলতি অর্থবছরে মোট আখ মাড়াই লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৩৫ হাজার টন। গত অর্থবছরে মাড়াই হয়েছিল প্রায় এক লাখ টন। চলতি অর্থবছরে ৬০ হাজার টনের বেশি চিনি উৎপাদন হবে বলে আশা করা হচ্ছে। উল্লেখ্য, গত তিন বছরে চিনি ও স্পিরিটের উৎপাদন বেড়েছে, অপরদিকে বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের লোকসান কমেছে। তিন বছরের ব্যবধানে প্রায় দুইশত কোটি টাকা নিট লোকসান কমেছে। চলতি অর্থবছরে লোকসান আরো কমে আসবে বলে আশা করা হচ্ছে। -বিজ্ঞপ্তি
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।