Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাস্টিন বিবারের সঙ্গে সম্পর্ক নিশ্চিত করলেন সেলেনা গোমেজ

বিনোদন ডেস্ক : | প্রকাশের সময় : ১৯ নভেম্বর, ২০১৭, ১২:০০ এএম

দুই কণ্ঠশিল্পী জাস্টিন বিবার আর সেলেনা গোমেজ একসময় প্রেমিক-প্রেমিকা ছিলেন এটা সবার জানা। একসময় সবাই সন্দিহান হয়ে পড়ে তাদের মধ্যে এই রোমান্সের সম্পর্ক আদৌ আছে কিনা। তবে স¤প্রতি নিশ্চিত হয়েছে তাদের এই সম্পর্কে অব্যাহত আছে, অর্থাৎ তাদের মাছে সন্ধি হয়েছে। তা তারা জনসম্মুখেই নিশ্চিত করেছেন। একটি অনলাইন দৈনিকে স¤প্রতি তাদের কয়েকটি অন্তরঙ্গে ছবি প্রকাশিত হয়েছে, তাতে মনে হচ্ছে তারা এখনও প্রেম করছেন।
লস অ্যাঞ্জেলেসের একটি আইস হকি রিঙ্কে বিবার আর গোমেজকে একসঙ্গে দেখা গেছে। এখানে তোলা ছবিতে গায়িকা-অভিনেত্রীটিকে তার এক সময়ের কথিত প্রেমিককে চুম্বন করতে দেখা গেছে। এই প্রথম তাদের জনসম্মুখে এতোটা অন্তরঙ্গে হতে দেখা গেল।
এই হকি মাঠে যাওয়াটা বিবারের সাপ্তাহিক অভ্যাস। এবার গোমেজও সাইডলাইনে তাকে সঙ্গে দেন। এসময় সেলেনা ক্রপড কালো টি-শার্ট আর কালো রঙের প্যান্ট্স পরিহিত ছিলেন।
পেশাগতভাবে গোমেজ তার কিডনি প্রতিস্থাপনের পর ২০১৭ সালের অ্যামেরিকান মিউজিক অ্যাওয়ার্ডস অনুষ্ঠানে পারফর্ম করার প্রস্তুতি নিচ্ছেন।
আজ মাইক্রোসফট থিয়েটারে অ্যামেরিকান মিউজিক অ্যাওয়ার্ডস অনুষ্ঠানটি মঞ্চস্থ হবে। ভিএইচ ওয়ান টিভি চ্যানেল সোমবার অনুষ্ঠানটি প্রচার করবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ