Inqilab Logo

মঙ্গলবার, ২১ মে ২০২৪, ০৭ জ্যৈষ্ঠ ১৪৩১, ১২ জিলক্বদ ১৪৪৫ হিজরী

রুনা লায়লার জন্মদিনে শ্রদ্ধা জানিয়ে গাইবেন লুইপা

অভি মঈনুদ্দীন ঃ | প্রকাশের সময় : ১৯ নভেম্বর, ২০১৭, ১২:০০ এএম

উপমহাদেশের প্রখ্যাত সঙ্গীতশিল্পী রুনা লায়লা’র গান দিয়েই ২০১০ সালে সেরা কন্ঠ’তে লুইপা নিজের গায়কী তুলে ধরেছিলেন উপস্থিত বিচারকদের সামনে। সেই প্রতিযোগিতায় শুরুতে লুইপা রুনা লায়লার গাওয়া ‘অনেক বৃষ্টি ঝরে তুমি এলে’ এবং ‘যখন থামবে কোলাহল’ গান দুটি গেয়েছিলেন লুইপা। কিন্তু সেরা কন্ঠ’ প্রতিযোগিতা থেকে তিনি বাদ পড়ে যান। পরবর্তীতে বিশেষ বিবেচনায় আবারো লুইপাকে গান গাওয়ার সুযোগ করে দেয়া হয়। ফিরে এসে লুইপা তিন বিচারক সাবিনা ইয়াসমিন, রুনা লায়লা ও ইমন সাহা’র সামনে প্রয়াত চাষী নজরুল ইসলাম পরিচালিত ‘দেবদাস’ চলচ্চিত্রে রুনা লায়লার গাওয়া ‘পায়েরই নুপুর আমার জাদু জানে’ গানটি পরিবেশন করেন। গান শুনে বিচারক তিনজন মুগ্ধ হয়ে তাদের রায়ে আবার সেরা কন্ঠ’র শীর্ষ সাত-এ লুইপাকে অন্তর্ভূক্ত করেন। বাদ পড়ে যাওয়া থেকে লুইপার ফিরে আসা যেন সঙ্গীতাঙ্গন একজন শিল্পীকে খুঁজে পেলো। ২০১০ সাল থেকে ২০১৭ সালের লুইপা অনেক পরিণত, অভিজ্ঞ। দিনদিন তার গায়কী শ্রোতাদের মুগ্ধ করছে। সাম্প্রতিক সময়ে তার গাওয়া ‘জোছনা করেছে আঁড়ি’ এবং ‘আমার আপনার চেয়ে আপন যে জন’ গান দুটি শ্রোতা দর্শককে মুগ্ধ করেছে। তার গায়কীর প্রশংসাও করেছেন রুনা লায়লা। লুইপা তার প্রতিটি গানে মনে মনে অনুপ্রেরণা খুঁজে পান রুনা লায়লার কাছ থেকে। তাই আগামী ১৭ নভেম্বর রুনা লায়লার জন্মদিনে তাকে শ্রদ্ধা, শুভেচ্ছা আর ভালোবাসা জানিয়ে রাত ১১.৪৫ মিনিটে দেশ টিভি’র ‘মিউজিক্যাল নাইট’ অনুষ্ঠানের শুরুর দুটি গান রুনা লায়লাকে উৎসর্গ করে গাইবেন লুইপা। দুটি গানের একটি হচ্ছে ‘দি রেইন’ চলচ্চিত্রের ‘আয়রে মেঘ আয়রে’ এবং অন্যটি হচ্ছে ‘রূপকথার গল্প’ চলচ্চিত্রের ‘কার তরে নিশি জাগো রাই’। লুইপা বলেন, ‘রুনা ম্যাডাম আমার ভীষণ প্রিয় একজন শিল্পী। তিনি আমার খুব প্রিয় একজন মানুষও। তার কাছ থেকে আমি যে ভালোবাসা, স্নেহ পেয়েছি তার তুলনা আর কিছুর সাথেই হয়না। এমন ব্যক্তিত্বের জন্মদিন আজ। তাই জন্মদিনের শুভ প্রহরে তাকে শ্রদ্ধা জানিয়ে দুটো গান গাওয়ার চেষ্টা থাকবে আমার।’ এদিকে লুৎফর হাসানের লেখা ‘মন ভালো হয়ে যায়’ গান নিয়ে শিগগিরই উপস্থিত হচ্ছেন লুইপা। এর সুর করেছেন এহসান রাহি এবং সঙ্গীতায়োজন করেছেন আমজাদ হোসেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ