Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

তেঁতুলিয়ায় গ্রাম-আদালত সম্পর্কে কর্মশালা

| প্রকাশের সময় : ১৯ নভেম্বর, ২০১৭, ১২:০০ এএম

তেঁতুলিয়া (পঞ্চগড়) উপজেলা সংবাদদাতা : তেঁতুলিয়া গ্রাম আদালত সম্পর্কে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধিতে স্থানীয়, সরকারি, বে-সরকারি প্রতিষ্ঠান সমুহের ভুমিকা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে গতকাল সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে স্থানীয় সরকার বিভাগ ও ইকো-সোসাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) এর সার্বিক সহযোগিতায় গ্রাম আদালত সম্পর্কে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধিতে স্থানীয়,সরকারি, বে-সরকারি প্রতিষ্ঠানসমুহের ভুমিকা শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার সানিউল ফেরদৌস এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান রেজাউল করিম শাহীন। উপজেলা পরিষদের সহযোগিতায় বাস্তবায়নকারী সংস্থা ইএসডিও’র গ্রাম-আদালত প্রকল্পের জেলা সমন্বয়কারী মো. রেজওয়ানুর রহমানের সঞ্চালনায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিজ্ঞ মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট (সিলেট)-হরিদাস কুমার। তাকে সহযোগিতা করেন গ্রাম-আদালত পঞ্চগড় জেলার সমন্বয়কারী (ইএনডিপি) মো. আমির হোসেন। দিনব্যাপী কর্মশালায় গ্রাম-আদালত তেঁতুলিয়া উপজেলা সমন্বয়কারী মো. সমুন সহ গ্রাম-আদালত ইউনিয়ন সহকারি, সরকারি কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, সমাজ সেবক ও সাংবাদিকরা অংশগ্রহণ করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ