রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
গাইবান্ধা জেলা সংবাদদাতা : গাইবান্ধার ফুলছড়ি উপজেলার পশ্চিম গলনা চরে পূর্ব শত্রæতার জের ধরে ভূমিদস্যু ও সন্ত্রাসী বাহিনীর প্রধান হাফিজার রহমানের নেতৃত্বে সশস্ত্র ৫০/৫৫ জনের একটি বাহিনীর তান্ডবে জমি দখল, বাড়িঘরে হামলা, লুটপাট, অগ্নিসংযোগ, গবাদি পশু লুট পাট করে । এসময় সন্ত্রাসী হামলায় ৯ জনের অবস্থা আশংকা জনক হওয়ায় আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়। এর মধ্যে গোলাপ উদ্দিন (৭০) রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। এ ব্যাপারে ফুলছড়ি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। প্রত্যক্ষদর্শী ও থানা সূত্রে জানা যায়, গতকাল ফুলছড়ি উপজেলার পশ্চিম গলনা চরের ভূমিদস্যু ও সন্ত্রাসী বাহিনীর প্রধান হাফিজার রহমানের নেতৃত্বে ৫০/৬০ জনের একটি সন্ত্রাসী বাহিনী গত শুক্রবার সকালে ছোড়া, বল্লম, রামদা, বেকি , ফালা, পাচা সহ আগ্নেয় অস্ত্র পিস্তুল নিয়ে গোলাপ উদ্দীনের বাড়িতে হামলা ও অগ্নি সংযোগ করে বাড়িঘরে হামলা, লুটপাট ও গবাদি পশু লুট পাট করে নিয়ে যায়। এসময় সন্ত্রাসী হামলায় গোলাপ (৭০), শহীদুল (৪০), খালেক (৫০), সেকাম (৫৫), আজিুল (৫২), রহিম (৫০) সহ ১০/১২ জন গুরুত্বর আহত হন। এদের মধ্যে ৯ জনের আবস্থা আশংকাজনক। তাদেরকে শনিবার সকালে রংপুর মেডিকেল কলেজ, গাইবান্ধা আধুনিক হাসপাতাল ও ফুলছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ঘটরায় এলাকায় চরম উওেজনা দেখা দিয়েছে। থানায় মামলা দায়ের করা হলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করলেও কেউ গ্রেফতার হয়নি। এ ব্যাপারে শনিবার সরেজমিনে গিয়ে দেখা যায় এলাকায় এখনো আতঙ্ক বিরাজ করছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।