Inqilab Logo

সোমবার, ০১ জুলাই ২০২৪, ১৭ আষাঢ় ১৪৩১, ২৪ যিলহজ ১৪৪৫ হিজরী

ছাত্রদলের সাধারণ সম্পাদক গ্রেফতার

| প্রকাশের সময় : ১৮ নভেম্বর, ২০১৭, ১২:০০ এএম

বিশেষ সংবাদদাতা : জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক আকরামুল হাসানকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল শুক্রবার দুপুর ১২টার দিকে রাজধানীর পল্টন মোড় থেকে তাকে গ্রেফতার করা হয় বলে জানান পল্টন থানার ওসি মো. মাহমুদুল হক। তিনি বলেন, ছাত্রদল নেতা আকরাম পল্টন থানার দুই মামলায় গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামি। অন্যান্য থানায়ও তার বিরুদ্ধে মামলা রয়েছে। ছাত্রদলের কয়েকজন নেতাকর্মী জানান, গতকাল দুপুরে দিকে তারেক রহমানের ৫৩তম জন্মদিন উপলক্ষে জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে এক আলোচনা সভায় বক্তব্য দিয়ে বের হন আকরাম। এর পরপরই পুলিশ পল্টন মোড় থেকে তাকে গ্রেফতার করে গাড়িতে তুলে নিয়ে যায়।এদিকে ছাত্রদলের সাধারণ সম্পাদককে গ্রেফতারের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এক বিবৃতি তিনি বলেন, সারা দেশে বিএনপি ও তার অঙ্গ/সহযোগী সংগঠনের নেতাকর্মীদেরকে গ্রেফতারের ধারাবাহিকতায় আকরামকে গ্রেফতার করা হয়েছে। মূলত বর্তমানে চলমান ভয়াবহ দুঃশাসনের বিরুদ্ধে বলিষ্ঠ প্রতিবাদী তরুণ নেতৃত্বকে ধ্বংস করতেই সরকার ছাত্রদল নেতৃবৃন্দকে গ্রেফতার করছে, আর তারই শিকার হল আকরাম। বিবৃতিতে ছাত্রদল নেতা আকরামের মুক্তির দাবিও জানান বিএনপি মহাসচিব।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ছাত্রদল


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ