Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বুকে জমা কথাগুলোই বলেছিলেন মুজিব-যুবলীগ চেয়ারম্যান

| প্রকাশের সময় : ১৮ নভেম্বর, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : যুবলীগ চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী বলেছেন, ৭ই মার্চের ভাষণে আসলে বুকে জমা কথাগুলোই বলেছিলেন মুজিব। এ ক্ষেত্রে তাকে নিজের ওপর ভরসা রাখার পরামর্শ দিয়েছিলেন প্রিয়তম পতœী ফজিলাতুন্নেছা মুজিব। আজ ৪৭ বছর পর তা হয়ে উঠে সমগ্র দেশ ও জাতির গৌরবের সম্পদ। জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা ইউনেসকো বিশ^ ইতিহাসের প্রামাণ্য দলিল হিসেবে গ্রহণ করল।
গতকাল শুক্রবার সকালে বঙ্গবন্ধু এনিভিউয়ে যুবলীগ কেন্দ্রীয় কার্যালয়ে বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ ইউনেস্কোর স্বীকৃতি পাওয়ায় নাগরিক সমাবেশের প্রস্তুতি সভায় তিনি এসব কথা বলেন।
যুবলীগ চেয়ারম্যান বলেন, মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার এয়ার ভাইস মার্শাল (অব.) এ কে খন্দকার বীর উত্তম একখানা কেতাব রচনা করে বলেছেন, বঙ্গবন্ধু নাকি ৭ মার্চের ভাষণ শেষ করেছিলেন জয় পাকিস্তান বলে। সবাই শুনলেন ‘জয় বংলা’, তিনি শুনলেন জয় পাকিস্তান। কতবড় মতলববাজ! তিনি জিয়াউর রহমানের পথ ধরেছেন সত্য, তবে জিয়াউর রহমানের মতো কৌশলী হতে পারেননি। বোকার মতো বিচারপতি সিনহার মতো বিকৃত করে ধরা খেলেন।
ওমর ফারুক বলেন, শেখ হাসিনা বিশ্বে চতুর্থ কর্মঠ সরকার প্রধান। বিশ্বে সেরা ৫ জন কর্মঠ এবং পরিশ্রমী সরকার ও রাষ্ট্র প্রধানের তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পিপলস অ্যান্ড পলিটিক্সের গবেষণা এই তথ্য। গবেষণা অনুযায়ী বিশ্বে সবচেয়ে পরিশ্রমী রাষ্ট্র প্রধান চীনের প্রেসিডেন্ট শি জিন পিং। ২য় রাষ্ট্র প্রধান হিসেবে-ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি। ৩য় পরিশ্রমী তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। বিশ্বের চতুর্থ কর্মঠ সরকার বা রাষ্ট্র প্রধান হলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর ৫ম পরিশ্রমী সরকার প্রধান হলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
এ সময় আরো বক্তব্য রাখেন যুবলীগ সাধারণ সম্পাদক মো. হারুনুর রশীদ, কেন্দ্রীয় নেতা মুজিবুর রহমান চৌধুরী, মাহবুবুর রহমান হিরন, আব্দুস সাত্তার মাসুদ, মো. আতাউর রহমান, নিখিল গুহ, আনোয়ারুল ইসলাম, ঢাকা মহানগর উত্তর সভাপতি মাইনুল হোসেন খান নিখিল, দক্ষিণ সভাপতি ইসমাইল চৌধুরী স¤্রাট, উত্তর সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, দক্ষিণ ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা প্রমূখ।
৩০ হাজার সবুজ-গেঞ্জি-টুপি ও পতাকা: আজকের নাগরিক সমাবেশকে নান্দনিক রূপ দিতে বিশেষ উদ্যোগ নিয়েছে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগ। সংগঠনের সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাট জানিয়েছেন, আজ থেকে ৪৭ বছর আগে যে ঐতিহাসিক উদ্যানে দাড়িয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ দিয়েছিলেন সেই ভাষণটি পৃথিবীর শ্রেষ্ঠ ভাষণ এবং ইউনেস্কোর ‘বিশ্ব ঐতিহ্যের দলিল’ হিসেবে স্বীকৃতি পেয়েছে। সেই ভাষণটিকে সেলিব্রেশন করতে আজকের নাগরিক সমাবেশ ডাকা হয়েছে। এই সমাবেশকে দৃষ্টি নন্দন করতে ৩০ হাজার সবুজ গেঞ্জি, সবুজ ক্যাপ (টুপি) বিতরণ করা হয়েছে যুবলীগের দক্ষিণের নেতাকর্মীদের মাঝে। হাতে থাকবে যুবলীগের পতাকা। সেই সঙ্গে লাল রঙের রুমাল থাকবে প্রতিটি নেতাকর্মীর হাতে। রাষ্ট্রনায়ক শেখ হাসিনা যখন মঞ্চে আসবেন তখন পতাকা নেড়ে অভিবাদন জানাবো। সমাবেশের উপস্থিতি নিশ্চিত এবং দৃষ্টি নন্দন করতে সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে।
স¤্রাট বলেন, আজকের সমাবেশ থেকে রাষ্ট্রনায়ক শেখ হাসিনা আগামী নির্বাচনের প্রস্তুতি নিতে দিকনির্দেশনা দেবেন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ