বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
দুপচাঁচিয়া (বগুড়া) উপজেলা সংবাদদাতা : দুপচাঁচিয়া উপজেলায় শীত মৌসুমের নতুন সবজির দেখা মিললেও দাম আকাশচুম্বী। মৌসুম শুরু থেকেই কমছে না এ ধরনের সবজির নাম। গত বৃহস্পতিবার উপজেলা সদরের ঐতিহ্যবাহী ধাপ-সুলতানগঞ্জ হাটে গিয়ে দেখা গেছে সবজির সরবরাহ স্বাভাবিক থাকলেও খুচরা পর্যায়ে দাম আকাশছোঁয়া। প্রতি বছর আগাম নতুন সবজির দাম বেশি থাকলেও এবার এই বেশি দাম খুবই অস্বাভাবিক। ব্যবসায়ীরা দাম বাড়ার কারণ হিসেবে দু’দফা বন্যা ও বৈরী আবহাওয়াকে দায়ী করছে। সেই সাথে অসাধু ব্যবসায়ীদের সিন্ডিকেটও এর জন্য অনেকটা দায়ী। ব্যবসায়ী উপজেলার সুখানগাড়ী গ্রামের হাফেজ প্রামানিক “দৈনিক ইনকিলাব” কে জানান, বগুড়া সহ আশেপাশের জেলা, উপজেলা থেকে কৃষকরা এই হাটে সবজি বিক্রি করতে আসেন। আর এই সবজির ক্রেতা দেশের বিভিন্ন জায়গার ব্যবসায়ী। তিনি আরো জানান, এই সব ব্যবসায়ীরা বিভিন্ন জায়গা থেকে এসে সবজি ক্রয় করায় দাম অনেকটা বেশি বলে দাবী করেন। এ হাটে দেশি জাতের পেঁয়াজের কেজি ৮০ টাকা, ভারতীয় পেঁয়াজ ৫০ থেকে ৬০ টাকা, বেগুন ৫০, বাঁধাকপি ৫০, সিম ৬০ থেকে ৭০, টমাটো ১২০, করলা ৪০ থেকে ৫০, কাঁচা মরিচ ৮০, গাজর ৮০, ধনে পাতা ১০০, কচুলতা ৫০ থেকে ৬০ সহ বিভিন্ন শাক যেমন মুলা, পালন, লাল শাক, সরিষার শাক ৩০ থেকে ৩৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।