Inqilab Logo

শুক্রবার ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১, ২৮ রবিউস সানী ১৪৪৬ হিজরি

রামগঞ্জের মা-মেয়েকে অজ্ঞাত স্থানে আটকে রেখে যুবতির জোরপূর্বক গর্ভপাত : আদালতে মামলা

| প্রকাশের সময় : ১৮ নভেম্বর, ২০১৭, ১২:০০ এএম

ল²ীপুর জেলা সংবাদদাতা : ল²ীপুরের রামগঞ্জ উপজেলার চন্ডিপুর ইউপনয়নের উত্তর হাজীপুর গ্রামের বানচারাম বাড়ি থেকে মা ও মেয়েকে জোরপূর্বক অপহরণের পর অজ্ঞাত স্থানে ২৩ দিন যাবত আটকে রেখে সুরাইয়া আক্তার (১৭) নামের এক যুবতীর গর্ভপাতের অভিযোগ উঠেছে।
গত মাসের ১০ অক্টোবর ছিনতাই মামলার আসামী ও দু’সন্তানের জনক লম্পট সেলিম (৩৫) ওই যুবতী ও তার মা নুর বেগমকে (৬৫) নিজ বসতঘর থেকে অপহরন করে নিয়ে যায়। এরপর ঢাকায় একটি অজ্ঞাত স্থানে আটক রেখে জোরপূর্বক গর্ভপাত ঘটিয়ে ২৩ দিন পর গত ৯ নভেম্বর যুবতীকে তার নিজ বাডিতে পাঠিয়ে দেয়। ফলে এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে ল²ীপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতে মামলা নং ৫৭৫ তাং ১২/১১/১৭ইং মামলা দায়ের করা হয়। লম্পট মোঃ সেলিম উত্তর হাজীপুর গ্রামের গফুর মেস্ত্রী বাড়ির আঃ ছত্তার লেদু মিয়ার ছেলে ছাড়া ও সে দু’সন্তাানের জনক এবং তার বিরুদ্ধে আগেই সিএনজি চুরি ও ছিনতাইয়ের মামলা রয়েছে বলে জানা গেছে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ