Inqilab Logo

বুধবার, ২৯ মে ২০২৪, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ২০ জিলক্বদ ১৪৪৫ হিজরী

বোদায় জমে উঠেছে পিঠার দোকান

| প্রকাশের সময় : ১৮ নভেম্বর, ২০১৭, ১২:০০ এএম


মোঃ লিহাজ উদ্দীন মানিক, বোদা (পঞ্চগড়) থেকে : বোদা উপজেলায় এবার কার্তিকের শুরুতে আগাম শীতের হিমেল হাওয়া বইতে শুরু করেছে। দিনের বেলায় এর প্রভাব বুঝা না গেলেও সন্ধ্যা নামতেই মনে হয় শীতের কবলে পড়েছে মানুষ। আর এর সুয়োগকে কাজে লাগিয়েছে শীতের সন্ধ্যা কালীন ভাপা-ফুলি পিঠা, চটপোটী ও হাঁস-মুরগির ডিম বিক্রিসহ শীতের বিভিন্ন পিঠা তৈরির দোকানিরা। দুপুর গড়িয়ে বিকাল হলেই দোকানদারা তাদের দোকান নিয়ে হাটে বাজারে, পাকা রাস্তার ধারে, কাঁচা-পাকা রাস্তার মোড়ে অস্থায়ী ভাবে বসে। সন্ধ্যা থেকে রাত্র ১০টা পর্যন্ত দোকানগুলো খোলা রাখে এত বেশ জমে উঠে তাদের পিঠার দোকান। লোকজনও খাওয়ার জন্য ভীড় জমায় তাদের দোকানে। বসার জায়গা না তাকলেও দাঁড়িয়ে দাঁড়িয়ে আনন্দে আর উল্লাসের মধ্যে সময় কাটিয়ে খেয়ে দেয়ে বাড়ি ফিরে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ