Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শিবচরে শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে গৃহশিক্ষক আটক

| প্রকাশের সময় : ১৮ নভেম্বর, ২০১৭, ১২:০০ এএম


শিবচর (মাদারীপুর) উপজেলা সংবাদদাতা : দ্বিতীয় শ্রেনীর এক স্কুলছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগে মাদারীপুরের শিবচরে ১ গৃহশিক্ষককে আটক করেছে পুলিশ। ঐ স্কুল ছাত্রীটিকে উন্নত চিকিৎসার জন্য মাদারীপুর সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। জানা যায়, উপজেলার উমেদপুর ইউনিয়নের মোহনপুর গ্রামের এক ব্যবসায়ীর ৮ বছরের মেয়ে কাবিলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেনীর ছাত্রীকে প্রায় দেড় বছর যাবত পার্শ্বর্তী কাবিলপুর গ্রামের ধলু মোল্লার ছেলে সুজন মিয়া (২০) মাসিক এক হাজার টাকা বেতনে স্কুলছাত্রীর বাড়ি গিয়ে তাকে প্রাইভেট পড়াতো। প্রতিদিনের ন্যায় গত বৃহস্পতিবার বিকেলে সুজন ওই স্কুলছাত্রীকে পড়াতে তার বাড়িতে যায়। এসময় বাড়িতে ছাত্রীর বাবা-মা না থাকার সুযোগে সুজন স্কুলছাত্রীটির মুখ চেপে ধরে মেরে ফেলার ভয় দেখিয়ে যৌন নির্যাতন করে। ঘরের মধ্যে কোন সাড়া-শব্দ না পেয়ে ঐ স্কুল ছাত্রীর দাদী হঠাৎ ঘরে প্রবেশ করে গৃহশিক্ষক সুজনকে অপ্রীতিকর অবস্থায় দেখে চিৎকার দিলে সুজন দৌঁড়ে পালিয়ে যায়। বাড়ির লোকজন স্কুল ছাত্রীটিকে উদ্ধার করে প্রথমে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে উন্নত চিকিৎসার জন্য মাদারীপুর সদর হাসপাতালে প্রেরন করা হয়েছে। শিবচর থানার এসআই আবুল কালাম আজাদ এর নেতৃর্ত্বে পুলিশ রাতেই অভিযান চালিয়ে সুজনকে তার বাড়ি থেকে আটক করে। আটককৃত গৃহশিক্ষক সুজন নুরুল আমিন বিশ^বিদ্যালয় কলেজের রাষ্ট্র বিজ্ঞান বিষয়ের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র বলে সে জানায়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ