বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
রংপুর জেলা সংবাদদাতাঃ ফেসবুকে বিশ্বনবী হযরত মুহাম্মদ (সাঃ) কে কটূক্তি এবং পবিত্র কাবা ঘরকে অবমাননা করে ফেসবুকে পোষ্ট দেয়াকে কেন্দ্র করে ঘঠিত সংঘর্ষ এবং হিন্দুদের বাড়িতে আগুন দেয়ার ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুই ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যকে আটক করেছে পুলিশ। তারা হলেন রংপুর সদর উপজেলার মমিনপুর ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য জয়নাল আবেদিন ও ১ নম্বর ওয়ার্ডের সদস্য ফজলুল হক।
রংপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফেরদৌস আহমেদ জানিয়েছেন, গত বৃহস্পতিবার রাতে কুরশা বলরামপুর গ্রাম থেকে জয়নালকে ও মহেশপুর গ্রাম থেকে ফজলুলকে আটক করা হয়। হিন্দুদের বাড়ি ঘরে হামলা ও আগুন দেয়ার ঘটনায় কোতোয়ালি থানায় দায়ের করা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তাদের থানায় নিয়ে আসা হয়েছে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে এ মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হবে বলে ওসি জানান।
উল্লেখ্য, গত ৪ অক্টোবর হযরত মুহাম্মদ সালাহু আলাইহি ওয়া সালাম ও পবিত্র মক্কা শরীফকে অবমাননা করে ফেসবুকে ছবি আপলোড ও স্ট্যাটস দেয় রংপুর সদর উপজেলার খলেয়া ইউনিয়নের ঠাকুরটারী গ্রামের খগেন্দ্র নাথের পুত্র টিটু রায়। এ ঘটনায় বিক্ষুব্ধ হয়ে উঠেন স্থানাীয় মুসলীরা। তারা টিটুকে গ্রেফতারের দাবিতে গত ১০ নভেম্বর পাগলাপীর এলাকায় বিক্ষোভ করতে গেলে পুলিশের সাথে সংঘর্ষ বাঁধে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ রাবার বুলেট ও শর্টগানের গুলি ছোঁড়ে এতে ঘটনাস্থলেই গুলিবিদ্ধ হয়ে হাবিবুর রহমান নামের এক ব্যক্তি মারা যায়। এসময় ৬ জন গুলিবিদ্ধ হন। এ ঘটনার পর পুলিশ বাদি হয়ে ২ হাজারেরও অধিক ব্যাক্তিকে আসামী করে সদর ও কোতয়ালী থানায় দুটি মামলা করে। এই দুই মামলায় স্থানীয় জামায়াত নেতা মাওলানা সিরাজুল হক, তার দুই ছেলে আব্দুলাহ ও তারেকসহ পৌনে দুই শতাধিকেরও বেশি গ্রেফতার হয়। ফেসবুকে পোষ্টদাতা টিটু রায়কে গত মঙ্গলবার পুলিশ নীলফামারী জেলার জলঢাকা উপজেলার গোলনা চিড়াভিজা এলাকার তার এক আত্মীয়ের বাড়ি থেকে গ্রেফতার করে বুধবার আদালতে হাজির করলে আদালত তার চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।