Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নওয়াপাড়া প্রাইভেট হসপিটালে অভিযান আটক-১ : মাদক উদ্ধার

| প্রকাশের সময় : ১৮ নভেম্বর, ২০১৭, ১২:০০ এএম


অভয়নগর(যশোর) উপজেলা সংবাদদাতা : যশোরের শিল্প বাণিজ্য শহর নওয়াপাড়া মনিরামপুর রোডে অবস্থিত ফেমাস (প্রা) হসপিটালে অভিযান চালায় উপজেলা প্রশাসন। এসময় হসপিটাল থেকে নিষিদ্ধ ফেন্সিডিলের খালি, বিদেশী মদের খালি বোতল, কম্পিউটার ও ফোন জব্দ করা হয়। হসপিটালের ম্যানেজারকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম মাহমুদুর রহমান ভ্রাম্যমান আদালতের এ অভিযান পরিচালনা করেন। ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে, প্রশাসনের উপস্থিতি টের পেয়ে হাসপাতালের ডাক্তার, নাস, ম্যানেজারসহ অন্যান্যরা পলিয়ে যায়। যৌথ মালিকানাধীন ওই হসপিটালের ম্যানেজার আনিচুর রহমানকে আটক করে ছয় মাসের সাজা দিয়ে জেল হাজতে পাঠান হয়েছে। অভিযানের সময় আগত কয়েকজন বলেন,এখানকার ডাক্তাররা মাদকে আসক্ত ছিল। রোগীদের অপারেশন করে ডাক্তারদের কোন খবর পাওয়া যায় না। বাধ্য হয়ে রোগীদের হসপিটালের বাইরের ডাক্তারের স্মরণাপন্ন হতে হয়। উপজেলার রাজঘাট গ্রামের রাজিব শিকদারের কণ্যা সীমা খাতুন(১৯)কে তিন বার এপিন্টিকস্ এর অপারেশন করা হয়েছে তার অবস্থা এখন আশংকাজনক। এ ছাড়া এখানে একজন স্ট্রোকের রোগী ভর্তি ছিল যাকে বলা হয়েছিল দুই দিনে মধ্যে সুস্থ্য করে তোলা হবে। অভিযানের সময় হসপিটালে আরাও ৮ জান রোগী ভর্তি ছিল। উপজেলা নির্বাহী কর্মকর্তা এ সময়ে স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা মঞ্জুরুল মোর্শেদকে ডেকে ওই সব রোগীদের সরকারী হাসপাতালে ভর্তি করার ব্যবস্থা করেন। পরে হাসাতালের বিভিন্ন রুমে তল্লাশি করে ১৬টি ফেন্সিডিলের, একটি বিদেশী মদেও খালি বোতল, একটি ল্যাপটপ,তিনিটি মোবাইল ফোন সেট উদ্ধার করে হসপিটালটি সিলগালা করে দেওয়া হয়। প্রায় চার ঘন্টা যাবৎ অভিযান পরিচালিত হয়। অভিযানের সময় উপস্থিথ ছিলেন, উপজেলা নাজির সুব্রত কুমার, থানার এস আই খলিদুর রহমান ডা. আহম্মেদ পারভেজ পাবেল স্থানিয় সাংবাদিকরা। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, গোপন সংবাদের ভিত্তিতে ফেমাস (প্রা:)হসপিটালটিতে অভিযান চালাই। তাদের কোন বৈধ লাইসেন্স নেই। চিকিৎসার নামে অস্বাস্থ্যকর পরিবেশে রোগিদের অপচিকৎসা করানো হতো। প্রতিষ্ঠানের কোন অনুমোদনও নেই যে কারণে ডাক্তার নার্স ও মালিকেরা পালিয়ে গেছে। তিনি আরও জানান এ ধরনের যদি কোন চিকিৎসা প্রতিষ্ঠান থেকে থাকলে তাদেরকেও আইনানের আওতায় আনা হবে।

 

 

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ