Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইসলামী শ্রমনীতিতেই মুক্তি আনা সম্ভব -মুফতী ফয়জুল করীম

| প্রকাশের সময় : ১৮ নভেম্বর, ২০১৭, ১২:০০ এএম

প্রেস বিজ্ঞপ্তি : ইসলামী শ্রমিক আন্দোলনের দায়িত্বশীলদের প্রশিক্ষণ কর্মশালা আলহাজ মোহাম্মদ আব্দুর রহমানের সভাপতিত্বে গুলিস্থানস্থ কাজী বশীর মিলনায়তনে গতকাল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতী সৈয়দ মোহাম্মদ ফয়জুল করীম বলেন, দেশ স্বাধীন হয়েছে অর্ধশত বছরের কাছাকাছি। এর মধ্যে দেশে অনেক দফা, নেতা এবং সরকারের পরিবর্তন হলেও রাজনৈতিক দুর্বৃত্তায়নের কারণে কৃষক, শ্রমিকসহ, শ্রমজীবী মানুষের কোনো মুক্তি আসেনি। তিনি আরো বলেন, ইসলামী শ্রমনীতি বাস্তবায়ন ছাড়া কোনোদিন শ্রমজীবী মানুষের মুক্তি আসতে পারে না। তিনি নেতাকর্মীদের শ্রমিকদের প্রতিটি স্তরে ইসলামের দাওয়াত পৌঁছে দেয়ার অহŸান জানান। তিনি বলেন, তাহলেই ইসলাম কায়েমের জন্য ব্যাপক জনসম্পৃক্ততা বাড়বে এবং এর মাধ্যমে ইসলামকে রাষ্ট্রীয় ক্ষমতায় প্রতিষ্ঠা করা সহজ হবে। এতে আরো আলোচনা করেন ইসলামী শ্রমিক আন্দোলনের সভাপতি মোহাম্মদ আশরাফ আলী আকন, ইসলামী আন্দোলনের সিনিয়র যুগ্ম মহাসচিব হাফেজ মাওলানা অধ্যাপক এ টি এম হেমায়েত উদ্দিন, যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান ও ঢাকা মহানগর দক্ষিণ শাখার সভাপতি মাওলানা ইমতিয়াজ আলম প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ