Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কাজিপুরে শহীদ দিবসে শহীদ পরিবারের খোঁজ রাখে না কেউ

| প্রকাশের সময় : ১৮ নভেম্বর, ২০১৭, ১২:০০ এএম

কাজিপুর (সিরাজগঞ্জ) উপজেলা সংবাদদাতা : গত ১৭ নভেম্বর সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার বড়ইতলা গ্রামে শহীদ দিবস। ১৯৭১ সালের এই দিনে বরইতলা গ্রামে হানা দেয় পাকবাহিনী। সেখানে নারীসহ ১০৪ জনকে হত্যা করে। গ্রামের ঠাঁকুরপাড়ায় মুক্তিযোদ্ধাদের সহায়তা করার অভিযোগে ২৬ ব্যক্তিকে এক সাথে সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে গুলি করে হত্যা করে। এসব শহীদের নামে ওই এলাকাটিকে বর্তমানে শহীদ গ্রাম হিসেবে অভিহিত করা হলেও শহীদ পরিবারের খোঁজ নেয় না কেউ। তবে শহীদ পরিবারের সদস্যদের অভিযোগ, বরইতলা গ্রামে শহীদদের শুধু ২৬ মার্চ স্বাধীনতা দিবসে আর ১৬ ডিসেম্বর বিজয় দিবসে তাদের স্মরণ করা হয়, বছরের অন্য সময় তারা থাকেন অবহেলিত। সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে বরইতলা গ্রামে তেমন কোনো কর্মসূচি পালন করা হচ্ছে না। এবারো কোনো কর্মসূচি পালন করা হয়নি বলে বিষয়টি নিশ্চিত করেন কাজিপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার গাজী এস এম হাবিবুর রহমান।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ