Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিচারকদের প্রতি ন্যায় বিচারের আহবান জানালেন রিজভী

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৭ নভেম্বর, ২০১৭, ৭:২১ পিএম

বিচারকদের প্রতি ন্যায় বিচার করার আহবান জানিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, নিম্ন আদালতকে কি সরকার নির্দেশ দিয়ে সাইলেন্ট কিলারের (নীরব ঘাতক) ভূমিকায় নামাচ্ছে যে, তোমরা বিরোধী দলকে (বিএনপি) নিশ্চিহ্ন করার জন্য কাজ করো? বিচারের প্রক্রিয়া যদি এই ধারায় চলতে থাকে, আদালতে যদি ন্যায়বিচার না হয়, আদালত যদি শেখ হাসিনার কথায় চলতে থাকে, তাহলে ওই সব বিচারককে জনগণের আদালতের কাঠগড়ায় দাঁড় করানো হবে। শুক্রবার জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে তারেক রহমানের ৫৩তম জন্মবার্ষিকী উপলক্ষে নির্মিত গানের ভিডিওর প্রকাশনা ও আলোচনা সভায় তিনি এ কথা বলেন। বাংলাদেশ ছাত্র ফোরাম ও উত্তরাঞ্চল ছাত্র ফোরাম যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে।
বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও বাংলাদেশ ছাত্র ফোরামের প্রধান উপদেষ্টা ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টামণ্ডলীর সদস্য হাবিবুর রহমান হাবিব, যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল, কেন্দ্রীয় নির্বাহী সম্পাদক কামরুজ্জামান বাবু, আইনবিষয়ক সম্পাদক কায়সার কামাল, সহদপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু, গীতিকার মনিরুজ্জামান মনির প্রমুখ।
রুহুল কবির রিজভী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশেই প্রতি সপ্তাহে আদালতে নেওয়ার মাধ্যমে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে হয়রানি করছেন নিম্ন আদালতের বিচারক। প্রধানমন্ত্রীর ক্ষোভ হলো, একটি ছেলে জাতীয়তাবাদের চেতনা নিয়ে হাঁটি হাঁটি পা পা করে এগিয়ে যাবে প্রধানমন্ত্রী এটা সহ্য করতে পারছেন না, যার কারণে তাদের ক্ষোভের শিকার হয়েছেন তারেক রহমান। তারেক রহমান শুধু মইনুদ্দিন-ফখরুদ্দীনের মাধ্যমে নয়, শেখ হাসিনার দ্বারাও ব্যক্তিগত প্রতিহিংসার শিকার হয়েছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রিজভী

৭ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ