রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
হিলি বন্দর সংবাদদাতা : দিনাজপুরের হিলি সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৩০ বোতল ফেনসিডিলসহ সৌরভ হোসেন সোহাগ (২৮) নামে একজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর দিনাজপুর। গতকাল দুপুর আড়াইটায় হিলির মধ্যবাসুদেব গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক সৌরভ হোসেন সোহাগ ওই এলাকার আবুল খায়েরের ছেলে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর দিনাজপুরের ইন্সপেক্টর গোলাম রাব্বানী বিষয়টি নিশ্চিত করে জানান, হিলির মধ্যবাসুদেবপুর গ্রামে মাদক কেনাবেচা হচ্ছে এমন সংবাদ এলে বৃহস্পতিবার দুপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের একটি দল হিলির মধ্যবাসুদেবপুর গ্রামে সৌরভ হোসেন সোহাগের বাড়িতে অভিযান চালায়।
এসময় ফেনসিডিলসহ হাতেনাতে তাকে আটক করা হয়। এর পরে তার দেওয়া তথ্য মতে, হিলি বাজারের খাদ্যগুদামের পার্শ্বে অভিযান চালিয়ে আরো কিছু ফেনসিডিল উদ্ধার করা হয়। সর্বমোট তার কাছ থেকে ৩০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। সে দীর্ঘদিন ধরে মোবাইল ফোনের মাধ্যমে বিভিন্ন জনের কাছে ফেনসিডিলের অর্ডার নিত এবং সেই মোতাবেক তাদের কাছে সরবরাহ করত। ফেনসিডিলসহ তাকে হাকিমপুর থানায় সোপর্দ করা হয়েছে বলে তিনি জানিয়েছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।