Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সখিপুরে নানা আয়োজনে নবান্ন উৎসব উদযাপিত

| প্রকাশের সময় : ১৭ নভেম্বর, ২০১৭, ১২:০০ এএম

সখিপুর (টাঙ্গাইল) উপজেলা সংবাদদাতা : গতকাল নানা আয়োজনের মধ্যদিয়ে টাঙ্গাইলের সখিপুরে উপজেলায় পালিত হয়েছে বাঙালির নবান্নের উৎসব।‘এসো মিলি সবে নবান্নের উৎসবে’ সেøাগানে এ উপলক্ষে দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে এ বিকেলে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি শোভাযাত্রা শুরু হয়ে পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রা শেষে উপজেলা চত্বরে নবান্নের পিঠা উৎসবের উদ্বোধন করেন সখীপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান শওকত শিকদার। উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী সরকার রাখীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আ.লীগের সভাপতি কুতুব উদ্দিন আহমেদ, মেয়র আবু হানিফ আজাদ, থানার ওসি মাকছুদুল আলম, গোলাম কিবরিয়া বাদল, সুলতান শরিফ পান্না মুক্তিযোদ্ধা কমান্ডার এম ও গনি , উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, উপজেলা কৃষি কর্মকর্তা, উপজেলা সমবায় কর্মকর্তা । অগ্রহায়ণের নবান্ন পিঠা উৎসবে বাংলার ঐতিহ্য ভাপাপলি, পাটিসাপটা, সাড়াপিঠাসহ প্রায় ২০ থেকে ২৫ রকমের পিঠা তৈরি করে উপস্থিত সবার মাঝে বিতরণ করা হয়। এ বছর নবান্ন উৎসবে বিভিন্ন দফতরের কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান, স্কুল-কলেজের শিক্ষক, সাংবাদিক ও সুধীবৃন্দ উপস্থিত ছিলেন। নবান্নের পিঠা উৎসব শেষে স্থানীয় শিল্পীদের নিয়ে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ