Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সৈয়দপুরে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

| প্রকাশের সময় : ১৭ নভেম্বর, ২০১৭, ১২:০০ এএম

নীলফামারী জেলা সংবাদদাতা : নীলফামারীর সৈয়দপুরে ইয়াবাসহ দুই যুবককে আটক করেছে র‌্যাব-১৩ নীলফামারী ক্যাম্পের সদস্যরা। গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে সৈয়দপুর পৌর শহরের নতুন বাবুপাড়ার লাল গেট মোড় থেকে ওই দুই যুবককে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয় বলে জানান র‌্যাব-১৩ নীলফামারী ক্যাম্পের কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মো. আবুল কাশেম।
আটককৃতরা হলো- সৈয়দপুর পৌরশহরের মিস্ত্রিপাড়া মহল্লার শাহজাহান আলীর ছেলে আল-আমিন (২৮) ও বাঁশবাড়ি মহল্লার জামিল হোসেনের ছেলে মোহাম্মদ রানা (২৪)।
র‌্যাব-১৩ নীলফামারী ক্যাম্পের কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার আবুল কাশেম জানান, গোপন খবর পেয়ে র‌্যাব-১৩ সদস্যরা সৈয়দপুর পৌর শহরের নতুন বাবুপাড়ার লালগেট মোড় অভিযান চালিয়ে ওই দুই যুবককে আটক করে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ