বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
নাটোরে ট্রাক্টরের সাথে সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ একটি ইজিবাইকের তিন যাত্রী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার দুপুরে দিকে সদর উপজেলার ডালসড়ক এলাকায় নাটোর-বগুড়া সড়কের এ দুর্ঘটনায় আরও তিনজন আহত হন।
নিহতরা হলেন- সদর উপজেলার ভুবনপাড়া গ্রামের শরিফুল ইসলাম (৩৬), তার স্ত্রী রেশমা বেগম (২৫) এবং একজন ইলেকট্রিক ব্যবসায়ী (অজ্ঞাত) ।
আহত সাইফুল (৩৫), অনিক (২৫) ও চঞ্চলকে (১৮) নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে সাইফুলকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
নাটোর ফায়ার স্টেশনের উপ-পরিচালক আক্তার হোসেন জানান, দুপুর সাড়ে ১২টার দিকে ডালসড়ক এলাকায় সিংড়াগামী একটি ইজিবাইকের সাথে বিপরীতমুখী ইট বোঝাই ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাক্টর ও ইজিবাইকটি ব্রিজের রেলিং ভেঙ্গে নীচে পড়ে দুমড়ে-মুচড়ে যায়।
তিনি জানান, এ সময় ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। আহত তিনজনকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে পাঠিয়েছে ফায়ার সার্ভিস।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।