বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
যশোর ব্যুরো : যশোরে হাতকড়া পরা অবস্থায় মাসুম (২৮) নামে এক আসামি হাসপাতাল থেকে পালিয়ে গেছেন।
পলাতক মাসুম পটুয়াখালী জেলা সদরের পুকুরযানা গ্রামের হারুনের ছেলে। আজ রোববার ভোররাতে এ ঘটনার পর তিন পুলিশের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।
যশোর কোতোয়ালি থানার সেকেন্ড অফিসার (এসআই) মোকাদ্দেস হোসেন জানান, ‘শনিবার দুপুরে শহরের কাজীপাড়া এলাকায় চুরি করার সময় মাসুমকে স্থানীয়রা পাকড়াও করে গণধোলাই দেয়।
খবর পেয়ে পুলিশ তাকে আহত অবস্থায় উদ্ধার করে বেলা সোয়া ৩টার দিকে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে।
রাত ৩-৪টার দিকে মাসুম তার হাতকড়ার দড়ি কৌশলে কেটে সেখান থেকে পালিয়ে যায়।’
হাসপাতালের নার্স ইনচার্জ রহিমা খাতুন জানান, ‘রাতে দায়িত্ব পালন করে নার্স হাসিনা আক্তার।
তিনি ডিউটি করতে এসে মাসুমকে না পেয়ে অন্যদের বিষয়টি জানান।’
রাতে মাসুমের পাহারায় ছিলেন পুলিশের নায়েক মো. জাফরিন, কনস্টেবল আল আমিন ও লিটন।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন বলেন, ‘মাসুম রাত পৌনে ৪টার দিকে তার হ্যান্ডকাফের সঙ্গে বাঁধা দড়ি কেটে পালিয়ে গেছে। তাকে ধরতে পুলিশের অভিযান চলছে।’
তিনি জানান, ‘দায়িত্বে অবহেলার কারণে তিন পুলিশ সদস্যের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে।’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।