Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফারিহা গ্রুপের এমডি সিআইপি নির্বাচিত

| প্রকাশের সময় : ১৬ নভেম্বর, ২০১৭, ১২:০০ এএম

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) উপজেলা সংবাদদাতা : নারায়ণগঞ্জের রূপগঞ্জের ফারিহা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মনির হোসেন পঞ্চম বারের মতো সি.আই.পি (রপ্তানী) নির্বাচিত হয়েছেন। এ উপলক্ষ্যে গ্রুপের সকল কর্মকর্তা কর্মচারীদের পক্ষ সংবর্ধনা দেওয়া হয়েছে। গতকাল বুধবার সকালে উপজেলার বরাবো এলাকার ফারিহা স্পিনিং মিলে মনির হোসেনকে এ সংবর্ধনা দেওয়া হয়। এর আগে, গত ১১ নভেম্বর শনিবার রাজধানীর সোনারগাঁও হোটেলে আনুষ্ঠানিক ভাবে বানিজ্য মন্ত্রী তোফায়েল আহাম্মেদ সম্মাননা ক্রেস্ট প্রদান করেন। স্থানীয় কাউন্সিলর আনোয়ার হোসেন বলেন, মনির হোসেন একজন সফল ব্যবসায়ী। এছাড়া তারাব এলাকার সন্তান হিসেবে অসহায় মানুষকে সাহায্য সহযোগীতা করে থাকেন। পঞ্চম বারের মতো সি.আই.পি (রপ্তানী) নির্বাচিত হওয়ায় এলাকাবাসীর পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান তিনি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ