বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
বাংলাদেশে কর্মরত বিদেশীরা এখন থেকে নিজ দেশের বাইরেও অর্থ পাঠাতে পারবেন, যদি সেদেশে তার পরিবারের কোন সদস্য লেখাপড়া বা অন্য কাজে বসবাস করেন। তবে এই অর্থের পরিমাণ তার নিট আয়ের ৭৫ শতাংশের বেশি হবে না। আর পরিবারের সদস্যদের কাছে অর্থ পাঠানোর আগে এ সংক্রান্ত বর্নণা আবেদন ফর্মে উল্লেখ করে অনুমোদন নিতে হবে।
বৈদেশিক মুদ্রা লেনদেন নীতিমালা ২০০৯ এর আওতায়, বর্তমানে বাংলাদেশী কর্মরত বিদেশীরা তাদের পরিবারের খরচ মেটাতে নিট আয়ের ৭৫ শতাংশ পর্যন্ত অর্থ নিজ দেশে পাঠাতে পারেন। নতুন নির্দেশনায়ও এই সীমা অপরিবর্তিত রাখা হয়েছে। এক্ষেত্রে শুধু পরিবারের সদস্যরা অন্য দেশে থাকলে ঘোষণা দিয়ে তাদেরও অর্থ পাঠাতে পারবে বলে নতুন নির্দেশনায় বলা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।