Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শীতকালীন সবজি চাষে ভাগ্য বদল

| প্রকাশের সময় : ১৬ নভেম্বর, ২০১৭, ১২:০০ এএম

নওগাঁ জেলা সংবাদদাতা : নওগাঁর বদলগাছী উপজেলায় শীতকালীন সবজি চাষে বদলে দিয়েছে বহু কৃষকের ভাগ্য। এ বছর আশানুরূপ দামের থেকেও বেশি দাম পাওয়ায় কৃষকরাও খুশি তাই বেশি করে সবজি চাষে ঝুকছে এলাকার কৃষক। উৎপাদিত ফসল বিক্রি করেই এখন কৃষক ঘরে তুলছেন নগদ অর্থ। আর এই শীত মৌসুমে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানের ব্যবসায়ীরা ট্রাকে করে লাখ লাখ টাকার ফুলকপি, বাঁধাকপি, বেগুন, কুমড়া, সিম, লাউ, বরবটি,পালং শাক ও লাল শাকসহ বিভিন্ন সবজি নিয়ে যাচ্ছেন। এ উপজেলার অনেক কৃষক শীতকালীন সবজি চাষ করে স্বাবলম্বী হয়েছেন। উপজেলার কোলা ইউনিয়নের ভান্ডারপুর গ্রামের মোবারক আলী তাঁদের একজন। তাছাড়া কোলা বাজার এলাকার রফিকুল, এমরান, দোলোন ও কুসুম হোসেন পরিবারের দরিদ্রতার কারণে বেশি পড়ালেখা করতে পারেননি। জীবন যুদ্ধের তাগিদে সম্পৃক্ত হন কৃষিকাজে। কৃষিকাজ নিয়েই চলছে তাদের জীবন সংগ্রাম। সবজি চাষে বদলে গেছে তাঁর ভাগ্য। গত বছর শীত মৌসুমে ৩ বিঘা জমিতে তিনি সবজি চাষ করে প্রায় সোয়া ২ লাখ টাকা আয় করেছেন। এ বছর চাষ করেছেন সাড়ে ৩ বিঘা জমিতে। আধাইপুর ইউনিয়নের চঁন মিয়া জানান, গত বছর ১০ কাঠা জমিতে টমেটো চাষ করে প্রায় ৫০ হাজার টাকা আয় করেছেন। ফলে এ বছরও একই আবাদ করছেন। ইতিমধ্যে বিক্রিও শুরু করেছেন। দামও অনেক বেশি। আশা করছেন এবার আরো বেশি লাভ হবে। পাহাড়পুর ইউনিয়নের আয়নাল জানান, ৫ বছর আগে রবিশস্য চাষাবাদ করতেন তিনি। তাঁতে খরচই উঠত না। তিনি শুরু করেন লাউ চাষ। লাউ চাষের শুরুতেই আসে তাঁর সফলতা। লাউ চাষে দু’টি লাভ খুঁজে পান তিনি। প্রথমে লাউ এরপর লাউয়ের ডগা বিক্রি। চলতি বছরে ১ বিঘা জমিতে লাউ চাষ করেছেন। মাচা তৈরিসহ তাঁর খরচ হয়েছে ১২ হাজার টাকা। তিনি এ পর্যন্ত ক্ষেত থেকে লাউ বিক্রি করে ৬৫ হাজার টাকা পেয়েছেন। উপজেলার সিম চাষী লইম উদ্দীন বলেন, এ বছর দেড় বিঘা জমিতে আগাম সিম চাষ করেছি। এ পর্যন্ত প্রায় দেড় লাখ টাকার সিম বিক্রয় করেছি। সে টাকা দিয়ে দু’দিন আগে ১ বিঘা জমি বন্ধক নিয়েছি। উপজেলা কৃষি অফিসার হাসান আলী জানান, সবজি চাষে উদ্বুদ্ধ করতে তারা কৃষকদের বিভিন্নভাবে পরামর্শ দিয়ে আসছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ