Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

স্টিল শিল্পের চার কাঁচামালের এলসিতে বিলম্বে মূল্য পরিশোধের সুযোগ

অর্থনৈতিক রিপোর্টার : | প্রকাশের সময় : ১৬ নভেম্বর, ২০১৭, ১২:০০ এএম

স্টিল শিল্পের অন্তর্ভুক্ত টিন ও রড উৎপাদনে ব্যবহৃত প্রধান চারটি কাঁচামাল আমদানির ঋণপত্র খোলায় বিলম্বে মূল পরিশোধের সুযোগ পাবেন এ খাতের উদ্যোক্তারা। এগুলো হলো-এইচ আর কয়েল, স্ক্রাপ, পিগ আয়রন ও স্পঞ্জ আয়রন। এক্ষেত্রে এসব পণ্য আমদানির ঋণপত্র খোলার ক্ষেত্রে ৩৬০ দিন বিলম্বে মূল্য পরিশোধের সুযোগ পাওয়া যাবে। তবে অবশ্যই নিজস্ব কারখানায় ব্যবহারের লক্ষে এসব পণ্য আমদানি হতে হবে। বগতকাল ুধবার বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়েছে; যা বৈদেশিক মুদ্রা লেনদেনে নিয়োজিত অথরাইজড ডিলার ব্যাংকের প্রধান কার্যালয় ও প্রিন্সিপল শাখায় পাঠানো হয়েছে। সার্কুরারে আরো উল্লেখ করা হয়, ফরেন এক্সচেঞ্জ ট্রানজেকশন নীতিমালায় বর্তমানে অনুমোদিত ডিলার ব্যাংকগুলোকে নিজস্ব শিল্প প্রতিষ্ঠানে ব্যবহুত কাঁচামাল আমদানির লক্ষে ১৮০ দিন বিলম্বে পরিশোধ ব্যবস্থায় ঋণপত্র স্থাপনের প্রাধিকার দেয়া হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ