Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নোয়াখালীর কবিরহাট পৌরসভার ২টি কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত, ২ জনের জেল

প্রকাশের সময় : ২০ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

নোয়াখালী ব্যুরো : কবিরহাট পৌরসভা নির্বাচনে কেন্দ্র থেকে ব্যালট পেপার ছিনতাইয়ের অভিযোগে আরো একটি কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করেছেন কেন্দ্রের দায়িত্বরত প্রিজাইডিং অফিসার। এনিয়ে মোট ২টি কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে। রবিবার দুপুর পৌনে ২টার দিকে আলীপুর ইঞ্জিনিয়ার ইন্সটিটিউট সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মো. এনামুল হক কেন্দ্রটির ভোট গ্রহণ স্থগিত করেন।
প্রিজাইডিং অফিসার মো. এনামুল হক জানান, পৌনে ২টার দিকে নেয়ামত উল্ল্যা নামের এক ব্যক্তি ৮/১০জন যুবককে নিয়ে কেন্দ্রে প্রবেশ করে সহকারী প্রিজাইডিং অফিসারের কাছ থেকে ১’শ টি ব্যালট পেপার ছিনতাই করে নিয়ে যায়। এ ঘটনায় কেন্দ্রে বিশৃঙ্খলা সৃষ্টি হওয়ায় তিনি উক্ত কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করেন।
অপরদিকে দুপুর ১টার দিকে আলীপুর ইঞ্জিনিয়ার ইন্সটিটিউট সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে জাল ভোট দেওয়ার অভিযোগে রুবেল (২২) ও জহির (২০) নামের দুই যুবককে আটক করে পুলিশ। পরে নির্বাচনে দায়িত্বরত নির্বাহী ম্যাজিস্ট্রেট আবরাউল হাসান মজুমদার তাদের প্রত্যেককে ৬মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
এর আগে সকাল ১১টার দিকে প্রকাশ্যে ব্যালট পেপারে সিল মারার অভিযোগে ইন্দ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করেন প্রিজাইডিং অফিসার মো. শামছুল ইসলাম। কবিরহাট উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আনিসুজ্জামান দুটি কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত ও জাল ভোট দেওয়ার অপরাধে ২ যুবকের কারাদণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন। উল্লেখ্য, আজ রোববার সকাল ৮টা থেকে একযোগে কবিরহাট পৌরসভার ৯টি ওয়ার্ডের ৩৯টি কক্ষে ভোট গ্রহণ শুরু হয়।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ