Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বৃদ্ধকে পিটিয়ে হত্যা

| প্রকাশের সময় : ১৬ নভেম্বর, ২০১৭, ১২:০০ এএম

টাঙ্গাইল জেলা সংবাদদাতা : টাঙ্গাইলের ভূঞাপুরে সালিশী বৈঠকে আজগর আলী বয়াতি (৭৬) নামের এক বৃদ্ধকে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। গতকাল বুধবার দুপুরে ভূঞাপুর উপজেলার অলোয়া ইউনিয়নের দিঘিকাতুলী গ্রামে এ ঘটনা ঘটে। সকালে আজগর আলীর বাড়ির উপর পাশের বাড়ির আবু বক্করের বাড়ির গাছ হেলে পড়ে থাকে। এ কারণে আজগর আলী হেলে থাকা গাছ কেটে দিতে বলে। এসময় উভয় পরিবারের মধ্যে কথাকাটাকাটি শুরু হয়। পরে এ ঘটনায় দুপুরে সালিশী বৈঠকের আয়োজন করা হয়। সালিশী বৈঠকে এলাকার কয়েকজন মাতাব্বর উপস্থিত হয়ে বৈঠকের কার্যক্রম শুরু হওয়ার পর আবু বক্কর ও তার লোকজন লাঠি দিয়ে আজগর আলীকে পেটাতে থাকে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ