Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভারতে পাচারকালে দুই টাকা ও পাঁচ টাকার নতুন নোট জব্দ

| প্রকাশের সময় : ১৬ নভেম্বর, ২০১৭, ১২:০০ এএম

বেনাপোল অফিস : ভারতে পাচারকালে বেনাপোল চেকপোস্ট নোম্যান্স-ল্যান্ড এলাকা থেকে গতকাল বুধবার সকালে ১ লাখ ৩২ হাজার টাকার বাংলাদেশি দুই টাকা ও পাঁচ টাকার নতুন নোট জব্দ করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। তবে এ সময় কোন পাচারকারী কেউ আটক হয়নি। ৪৯ বিজিবির কমান্ডিং অফিসার লে. কর্নেল আরিফুল হক জানায়, বেনাপোল চেকপোস্ট দিয়ে বিপুল পরিমান বাংলাদেশি টাকার দু ই টাকা ও ৫ টাকার নতুন নোট ভারতে পাচার হচ্ছে এমন ধরনের গোপন সংবাদ পেয়ে বিজিবি সদস্যরা সেখানে অভিযান চালিয়ে দুটি স্কুল ব্যাগ জব্দ করে। পরে ওই ব্যাগের মধ্য থেকে দুই টাকা ও পাঁচ টাকার নতুন নোটের এক লাখ ৩২ হাজার টাকা জব্দ করা হয়। বিজিবির উপস্থিতি টের পেয়ে ব্যাগ ফেলে পালিয়ে যায় পাচারকারীরা।জব্দকৃত টাকা পোর্ট থানায় জমা দেওয়া হবে। জানা যায়, এর আগেও এ পথে ভারতে পাচারের সময় একাধিকবার বাংলাদেশি দুই টাকার বিপুল পরিমাণ নতুন নোট জব্দ হয়েছে। তবে এ দুই ও পাঁচ টাকার নোট কী কারণে ভারতে পাচার হচ্ছে তা জানা সম্ভব হয়নি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ