Inqilab Logo

রোববার, ১৬ জুন ২০২৪, ০২ আষাঢ় ১৪৩১, ০৯ যিলহজ ১৪৪৫ হিজরী

সারিয়াকান্দীতে বিএনপি প্রার্থীর নির্বাচনী অফিস ও দোকান ভাঙচুর করেছে আ.লীগের নেতাকর্মীরা

প্রকাশের সময় : ২০ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

বগুড়া অফিস : বগুড়ার সারিয়াকান্দী উপজেলায় আগামী ২২ মার্চ অনুষ্ঠিতব্য ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে ক্ষমতাসীন আওয়ামীলীগের নেতাকর্মীদের সহিংসতা অব্যাহত রয়েছে।
প্রতিদিনই উপজেলার বিভিন্ন স্থানে প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত চেয়ারম্যান প্রার্থীর নির্বাচনী অফিস ও প্রচারণায় হামলার ঘটনা ঘটছে। তারই ধারাবাহিকতায় গতকাল শনিবার রাত সাড়ে ১০টার দিকে জোড়গাছা ইউনিয়নের জোড়গাছা বাজারে অবস্থিত বিএনপি প্রার্থীর নির্বাচনী অফিসে হামলা চালায় আওয়ামীলীগ।
এছাড়া পাশের আরও দুটি দোকানেও হামলা চালিয়ে ভাঙচুর-লুটপাট করে।
খবর পেয়ে টহলরত বিজিবি সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হলে হামলাকারীরা পালিয়ে যায়।
সারিয়াকান্দী উপজেলা নির্বাহী অফিসার মনিরুজ্জামান বিএনপি প্রার্থীর নির্বাচনী অফিসে হামলার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, এর আগে সারিয়াকান্দী সদর, কুতুবপুর ও হাটশেরপুর ইউনিয়নে বিএনপি প্রার্থীর ওপর হামলা ও নির্বাচনী অফিস ভাংচুরের দায়ে আ’লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থীদের জরিমানা করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ