Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চট্টগ্রাম কারাগারে মেয়র নাছিরের বিভিন্ন সামগ্রী প্রদান

| প্রকাশের সময় : ১৬ নভেম্বর, ২০১৭, ১২:০০ এএম

চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের কয়েদিদের জন্য বিভিন্ন সামগ্রী প্রদান করেছেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন। এর মধ্যে রয়েছে ১২০টি বৈদ্যুতিক পাখা, ৭টি এলইডি টেলিভিশন ও ১৫টি হুইলবেরি। গতকাল (বুধবার) সকালে এসব সামগ্রী হস্তান্তর উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিনিয়র জেল সুপার ইকবাল কবির। এতে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ জিল্লুর রহমান চৌধুরী।
প্রধান অতিথির বক্তব্যে মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন, কয়েদিদের প্রয়োজনে আরও বৈদ্যুতিক পাখা ও টেলিভিশন দেয়া হবে। তিনি বলেন, একসময় জেলখানায় কয়েদিদের জন্য দুঃসহ যন্ত্রণার জায়গা ছিল। বর্তমান সরকার জেলখানাকে আধুনিকায়ন করে বাসোপযোগী, পরিবেশবান্ধব, নান্দনিক সাজে সাজানো হয়েছে। কয়েদিদের থাকা খাওয়া এবং স্বজনদের সঙ্গে নিয়মিত সাক্ষাতের সুযোগ সৃষ্টি করে দিয়েছে। সরকার মানবিক বিবেচনায় কয়েদিদের এ সুযোগ সৃষ্টি হয়েছে। তিনি বলেন, জেলখানা অপরাধীদের পরিশুদ্ধ হওয়ার ঠিকানা। এখানে মৌলিক অধিকার শতভাগ নিশ্চিত না হলেও জীবনধারনের প্রয়োজনীয় সুযোগ-সুবিধা রয়েছে।
জেলা প্রশাসক মোঃ জিল্লুর রহমান চৌধুরী বলেন, কারাগার আত্মশুদ্ধির জায়গা। তিনি চট্টগ্রামের মেয়রকে একজন উদার মনের মানুষ উল্লেখ করে বলেন, কয়েদিদের জন্য নিজ তহবিল থেকে বৈদ্যুতিক পাখা ও এলইডি টেলিভিশন দিয়ে মেয়র মহানুভবতার পরিচয় দিয়েছেন। যা বিরল ঘটনা।
অনুষ্ঠানে সিভিল সার্জন ডা. মোঃ আজিজুর রহমান সিদ্দিকী, জেলার মোঃ মুজিবুর রহমান, কারা পরিদর্শক সিরাজ-উদ-দৌলা চৌধুরী, আলী আব্বাস, হাসান মুরাদ বিপ্লব, মোঃ কামরুল হাবিব, জেসমিন পারভিন জেসি উপস্থিত ছিলেন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ