Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বোয়ালমারীতে বিদ্যুৎ লাইনের টাকা তোলাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ২০

| প্রকাশের সময় : ১৬ নভেম্বর, ২০১৭, ১২:০০ এএম


ফরিদপুর জেলা সংবাদদাতা : ফরিদপুরের বোয়ালমারী উপজেলার চতুল ইউনিয়নের বাবুর বাজারে গত মঙ্গলবার সন্ধ্যায় পল্লী বিদ্যুত লাইনের টাকা তোলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে দুই পক্ষের কমপক্ষে ২০ জন আহত হয়েছে। গুরুতর আহত দুইজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। জানা যায়, উপজেলার চতুল ইউনিয়নের পোয়াইল গ্রামে ৬কি: মি: পল্লী বিদ্যুতায়নের কাজ শুরু হওয়ায় চতুল ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহবায়ক মো. জামাল মাতুব্বর প্রায় ৮শ’ গ্রাহকের কাছ থেকে গ্রাহক প্রতি দুই তিন হাজার টাকা তোলা শুরু করে। এ ঘটনা জানাজানি হলে পোয়াইল গ্রামের বক্কার শেখ, গাজী শুভসহ স্থানীয় লোকজন মঙ্গলবার সন্ধ্যায় টাকা উত্তোলনের বিষয়টি জামাল মাতুব্বরের কাছে জানতে চাইলে তিনি (জামাল) অকথ্য ভাষায় গালিগালাজ করেন তাদের। এক পর্যায় দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটির জের ধরে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় উভয় পক্ষের প্রায় ২০ আহত হয়। আহতদের মধ্যে আব্দুল্লাহ (২৫) ও জামাল মাতুব্বরকে (৪৫) ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও হাসমত শেখ (৫৫), উজ্জ্বল শেখ (২৬), হাবিবুর শেখ (২২), সহিদুল মাতুবক্বর (৩২), দোলাকে (৩০) বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
চতুল ইউপির ৩নং ওয়ার্ড সদস্য মো. নাজিমদ্দিন বলেন, জামাল মাতুব্বর অবৈধ ভাবে বিদ্যুত দেওয়ার কথা বলে গ্রাহকদের কাছ থেকে দুই তিন হাজার করে টাকা উত্তোলনের বিষয়ে জানতে চাইলে সে অকথ্য ভাষায় গালিগালাজ করে। অভিযুক্ত জামাল মাতুব্বর বলেন, বিদ্যুত লাইন আনা বাবুদ আমার কিছু টাকা খরচ হয়েছে। সেই টাকাই আমি গ্রাহকদের কাছ থেকে উত্তোলন করছি। থানা অফিসার ইনচার্জ মো. মিজানুর রহমান বলেন, সংঘর্ষের ঘটনা শুনেছি। কোন পক্ষই এখন পর্যন্ত লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ