Inqilab Logo

শনিবার, ২২ জুন ২০২৪, ০৮ আষাঢ় ১৪৩১, ১৫ যিলহজ ১৪৪৫ হিজরী

নৌকা প্রতীক পোড়ানোর অভিযোগে আওয়ামী লীগ নেতা আটক

প্রকাশের সময় : ২০ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

কিশোরগঞ্জ জেলা সংবাদদাতা : কিশোরগঞ্জ সদর উপজেলার যশোদল ইউনিয়নের আওয়ামী লীগ প্রার্থীর নির্বাচনী ক্যাম্পে প্রচারণার জন্য রাখা ডামি নৌকা পোড়ানোর অভিযোগে বিদ্রোহী প্রার্থীর সমর্থক ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সেকান্দর আলীকে আটক করেছে পুলিশ। গতকাল ভোর রাতে ইউনিয়নের বীরদামপাড়া গ্রামের বাড়ি থেকে তাকে আটক করা হয়। এর আগে শুক্রবার ইউনিয়নের সৈয়দ নজরুল ইসলাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে স্থাপিত নির্বাচনী ক্যাম্পে নৌকা প্রতীক পোড়ানোর ঘটনায় যশোদল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজি মো. শফিকুল হক বাবুল বাদী হয়ে কিশোরগঞ্জ সদর মডেল থানায় অজ্ঞাত দুর্বৃত্তদের আসামি করে মামলা করেন। মামলার এজাহারে উল্লেখ করা হয়, যশোদল ইউনিয়নে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী মো. জাহেদ মিয়ার পক্ষে প্রচারণার জন্য ১১ হাত লম্বা এবং ৬ হাত উচ্চতার একটি নৌকা নির্বাচনী পোস্টার দ্বারা মুড়িয়ে তৈরি করা হয়। নির্বাচনী প্রচারণা শেষে এটি বৃহস্পতিবার দিবাগত রাতে সৈয়দ নজরুল ইসলাম সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকার নির্বাচনী ক্যাম্পে রেখে যাওয়া হয়। শুক্রবার ভোর ৬টায় ওই ক্যাম্পে গিয়ে নেতাকর্মীরা ডামি নৌকাটিকে পোড়ানো অবস্থায় দেখতে পান। শত্রুতাবশত নির্বাচনী প্রতিপক্ষের অজ্ঞাতনামা দুষ্কৃতকারীরা শুক্রবার ভোর রাতের কোনো একসময় ডামি নৌকাটিতে কেরোসিন দিয়ে আগুন লাগিয়ে মোড়ানো পোস্টার পুড়িয়ে ফেলেছে বলে এজাহারে এমন সন্দেহ প্রকাশ করা হয়। যশোদল ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি হাজি মো. শফিকুল হক বাবুলের করা এ মামলার সন্দেহভাজন আসামি হিসেবে ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সেকান্দর আলীকে আটক করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। তবে এ ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতাকারী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ইমতিয়াজ সুলতান রাজন জানিয়েছেন, সরকার দলীয় লোকজন তার সমর্থক নেতাকর্মীদের নানাভাবে হয়রানি করছে। এর অংশ হিসেবেই তার কর্মী সেকান্দর আলীকে পুলিশ আটক করেছে। অনেক কর্মী-সমর্থকদের বাড়িতে পুলিশ হানা দিচ্ছে। চশমা প্রতীকের এ প্রার্থী প্রচার-প্রচারণায় বাধার সম্মুখীন হচ্ছেন এমন অভিযোগ করে বলেন, বৃহস্পতিবার বিকালে ইউনিয়নের বড়ইতলা গ্রামে তার পূর্বনির্ধারিত উঠান বৈঠক পণ্ড করে দিয়েছে আওয়ামী লীগ প্রার্থীর লোকজন। এ ছাড়া শুক্রবার সকালে আবদুর রাশিদ নামে মধুনগর গ্রামের তার এক সমর্থককে আওয়ামী লীগ প্রার্থী জাহেদ মিয়া নিজে ইউপি কার্যালয়ের সামনে মারপিট করেছে। ইমতিয়াজ সুলতান রাজন অভিযোগ করেন, ভোটারদের নানাভাবে হুমকি ও ভয়ভীতি দেখানো হচ্ছে। এসব ব্যাপারে রিটার্নিং অফিসারের নিকট একাধিক অভিযোগ করলেও কোনো প্রতিকার পাচ্ছেন না। তবে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ইমতিয়াজ সুলতান রাজনের এসব অভিযোগ নাকচ করেছেন আওয়ামী লীগ প্রার্থী মো. জাহেদ মিয়া। তিনি বলেন, নৌকার পক্ষে গণজোয়ার দেখে ভীত হয়ে আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী এসব অবান্তর অভিযোগ করছেন। এদিকে নৌকা পোড়ানোর ঘটনা এবং সেকান্দর আলীকে গ্রেপ্তারের ঘটনায় আওয়ামী লীগ প্রার্থী ও বিদ্রোহী প্রার্থী উভয়ের সমর্থক নেতাকর্মীদের মাঝে উত্তেজনা বিরাজ করছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ