Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চাঁদপুরে ৮টি ব্যবসা প্রতিষ্ঠানের জরিমানা

প্রকাশের সময় : ২০ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

চাঁদপুর জেলা সংবাদদাতা : অপরিচ্ছন্ন পরিবেশে খাবার উৎপাদন,পরিবেশন, খাবারে বিষাক্ত কেমিকেল ব্যবহার, পণ্য তালিকা না সাঁটানো ও লাইসেন্স না থাকার অপরাধে ৮টি প্রতিষ্ঠানের ৪৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রোববার দুপুরে শহরের হাজী মহসীন রোড, কালি বাড়ি ও পাল বাজার এলাকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুরের উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়। এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুরের উ-পরিচালক দেবাশিষ রায়, জেলা মার্কেটিং অফিসার নিয়াজ মো. রেজাউল করিম, ক্যাবের সাংগঠনিক সম্পাদক মুক্তিযোদ্ধা সানাউল্লা মিয়াসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
জরিমানাকৃত প্রতিষ্ঠানগুলো হলো- ঢাকা কনফেকশনারী ২০ হাজার টাকা, ঢাকা হোটেল ১০ হাজার টাকা, আল-হেলাল হোটেল ৫ হাজার, মুদি দোকান স্বপন স্টোর ১ হাজার টাকা, কুদ্দুস স্টোর ১ হাজার টাকা, হান্নান স্টোর ১ হাজার টাকা ও দু’টি ডিমের দোকান থেকে ৩ হাজার করে ৬ হাজার টাকা।
জেলা মার্কেটিং অফিসার জানায়, ভোক্তা সংরক্ষণ আইনের বিভিন্ন ধারায় ওইসব ব্যবসা প্রতিষ্ঠান থেকে জরিমানা আদায় করা হয়েছে। তিনি বলেন, জরিমানাকৃত প্রতিষ্ঠানগুলোতে অপরিচ্ছন্ন ও নোংরা পরিবেশে খাবার তৈরি ও বিপণন, খাবারে মানুষের দেহে ক্ষতিকর বিষাক্ত কেমিকেল মিশ্রণ, পণ্য তালিকায় মূল্য সংযোজন না করা ও লাইসেন্স না থাকায় জরিমানার পাশাপাশি তাদেরকে সর্তক করে দেয়া হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ