বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার দূলর্ভপুর ইউনিয়নের পনের রশিয়া এলাকায় প্রতিপক্ষের হামলায় আবদুল করিম (৫০) নামে এক কৃষক নিহত হয়েছে। নিহত আবদুল করিম ওই গ্রামের মালেক কুস্তুরের ছেলে। এদিকে নিহতের সাড়ে তিন ঘণ্টা পর পুলিশ অভিযান চালিয়ে দুই নারীকে আটক করেছে। আটককৃতরা হলো- ওই গ্রামের একরামুল হকের স্ত্রী লেচন বেগম (৪০) ও মেহেরুল হক মেডুর স্ত্রী মৌসুমী বেগম (২২)। নিহতের ছেলে সোহেল রানা জানায়, রোববার বেলা সাড়ে ১১টার দিকে একই গ্রামের একরামুল হকের জমিতে সেচ দেয়ার জন্য আবদুল করিমের জমিতে শ্যালো ইঞ্জিন স্থাপন করছিলেন। এসময় বাধা দিলে দুই জনের মধ্যে তর্কতার্কি হয়। এক পর্যায়ে একরামুল হক ও তার দুই ছেলে জোহরুল, মেডুসহ আরো দুই সহযোগী কলি এবং উলি আলী লাঠি-কোদাল দিয়ে মাথায় আঘাত করলে ঘটনাস্থলেই তার বাবার মৃত্যু হয়। পরে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. কানিজ ফাতেমা তাকে মৃত ঘোষণা করেন। এব্যাপারে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ এম এম ময়নুল ইসলাম নিহতের ঘটনা সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের লাশ উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুই নারী আটক করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।