Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চন্দন সিনহা-সিঁথি সাহার মিউজিক ভিডিও আঙুল ছুঁয়েছে আঙুল

বিনোদন ডেস্ক : | প্রকাশের সময় : ১৬ নভেম্বর, ২০১৭, ১২:০০ এএম

গত ১২ নভেম্বর সন্ধ্যায় গানচিল মিউজিকের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে চন্দন সিনহা ও সিঁথি সাহার দ্বৈত গান ‘আঙুল ছুঁয়েছে’। কবির বকুলের কথায় গানটিতে সুর দিয়েছেন সিঁথি সাহা নিজেই। সংগীতায়োজনে অমিত চ্যাটার্জী ও সৌমাল্য। গানটির ভিডিও নির্মাণ করেছেন তানিম রহমান অংশু। মডেল হয়েছেন সিয়াম আহমেদ এবং তানজিন তিশা। আশির দশকের সাজে হাজির হয়েছেন এ জুটি। যা দর্শক-শ্রোতাদের বাড়তি আনন্দ দেবে। চন্দন সিনহা বলেন, ‘গানটির কথা-সুর আমার খুব ভালো লেগেছে। অনেক যত্ম নিয়ে এবং হৃদয় থেকে গেয়েছি। আমার বিশ্বাস, শ্রোতাদের ভালো লাগবে।’ উল্লেখ্য ২০০৫ সালে চন্দন সিনহার গায়া ‘তোমাকে চাই বসন্তে’ শিরোনামে একটি মিউজিক ভিডিও অ্যালবাম প্রকাশ পায় সাউন্ডটেকের ব্যানারে। অ্যালবামে তৎকালীন জনপ্রিয় অভিনয় শিল্পীরা মডেল হয়েছিলেন। এদের মধ্যে রয়েছেন মাজফুজ আহমেদ, টনি ডায়েস, শ্রাবস্তী দত্ত তিন্নি, আজিজুল হাকিম, রুমানা, সুইটিসহ অনেকে।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ