বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
সাভার থেকে স্টাফ রিপোর্টার : সাভারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সেলিম নামের (২৬) এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। রোববার সকাল সাড়ে ১১ টায় সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের শোভাপুর গ্রামে এ ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে শোভাপুর গ্রামে আশরাফ আলী নামের এক ব্যক্তির তিন তলা ভবনের নির্মাণ কাজ করছিলেন ১২ জন নির্মাণ শ্রমিক। এসময় মটর দিয়ে পানি নিয়ে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন নির্মাণ শ্রমিক সেলিম। পরে তাকে অন্য শ্রমিকরা তাকে উদ্ধার করে স্থানীয় আফনান হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এদিকে সাভার মডেল থানা পুলিশকে না জানিয়ে নিহত ওই নির্মাণ শ্রমিকের মৃতদেহ তার গ্রামের বাড়িতে পাঠিয়ে দিয়েছেন ওই ভবনের মালিক আশরাফ আলী। এ ঘটনায় ওই এলাকায় স্থানীয়দের মাঝে ক্ষোভ বিরাজ করছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।