প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
গত শুক্রবার বলিউডের চারটি ফিল্ম মুক্তি পায়। যেমন ধারণা করা হয়েছিল তেমনি করে ‘কারিব কারিব সিঙ্গল’ এবং ‘শাদি মে জরুর আনা’ ফিল্ম দুটিই দর্শকদের কিছুটা হলেও হলে টেনে এনেছে। এই দুটি ফিল্মই কমেডি ধারার এবং দুটিই প্রশংসা পেয়েছে, প্রথমটি পরেরটির তুলনায় একটি বেশি এই যা।
‘কারিব কারিব সিঙ্গল’ ফিল্মটিতে তনুজা চন্দ্র’র পরিচালনায় অভিনয় করেছেন ইরফান খান, পার্বতী থিরুভোঠু, বৃজেন্দ্র কালা, নেহা ধুপিয়া, ইশা শেরোয়ানি, পুশতিল শক্তি, সিদ্ধার্থ মেনন এবং ল্যুক কেনি। ফিল্মটির প্রথম দিনের আয় ১.৭৫ কোটি রুপি। তবে দর্শকদের মুখের প্রচার আর সমালোচকদের আনুকূল্যের কারণে শনিবার ফিল্মটি আয় করে ৩.০৫ কোটি রুপি। রবিবারের ৪.৭ কোটি রুপি আয়ের ফলে সপ্তাহান্তের আয় ৯.৫ কোটি রুপিতে পৌঁছে। সোমবার ফিল্মটি আয় করেছে ১.২৫ কোটির রুপি।
‘শাদি মে জরুর আনা’ পরিচালনা করেছেন রতœা সিনহা। অভিনয় করেছেন রাজকুমার রাও, কৃতি খারবান্ডা, বিপিন শর্মা, কে. কে. রায়না, মনোজ পাহবা, গোবিন্দ নামদেব এবং নবনী পরিহার। প্রথম দিন ফিল্মটি আয় করেছে ৬৫ লাখ রুপি। শনিবারের আয় ১.৪ কোটি রুপি। রবিবারের আয় ২.৪৫ কোটি রুপি। সপ্তাহান্তের আয় ৪.৫ কোটি রুপি। সোমবারের আয় ১.০৫ কোটি রুপি। ফিল্মটি গড়ের চেয়ে ভাল প্রশংসা পেয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।