বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
রংপুরে ধর্ম অবমাননা করে ফেসবুকে পোস্ট প্রদানকারী টিটু রায়কে জিজ্ঞাসাবাদের জন্য চারদিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। বুধবার দুপুরে রংপুর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালত-২-এর বিচারক দিবাংশু সরকার এই আদেশ দেন।
মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের এসআই বাবুল ইসলাম দুপুরে টিটু রায়কে মাথায় হেলমেট পরিয়ে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডের আবেদন করেন। এসময় টিটু রায়ের পরনে ছিল ফুলহাতা লাল শার্ট ও জিন্সের প্যান্ট। আদালত ৪ দিনের রিমান্ড মঞ্জুর করে। টিটু রায়কে আদালতে আনা উপলক্ষে কড়া নিরাপত্তার ব্যবস্থা করে পুলিশ।
রংপুর ডিবি উত্তর ওসি ইনচার্জ শরিফুল ইসলাম জানান, আমরা ১০ দিনের রিমান্ড চেয়েছিলাম। আদালত ৪ দিরে রিমান্ড মঞ্জুর করেছেন। আমরা আইন মেনে তাকে জিজ্ঞাসাবাদ করবো।
মঙ্গলবার সকালে নীলফামারী জলঢাকা উপজেলার গোলনা ইউনিয়নের চিরাভাজি গ্রামের এক আত্মীয়ের বাড়ি থেকে টিটু রায়কে গ্রেফতার করে পুলিশ। তার বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগে গঙ্গাচড়া থানায় গত ৬ নভেম্বর আইসিটি আইনে মামলা রেকর্ড করে পুলিশ। মামলার বাদী লালচাদপুর গ্রামের আব্দুস ছাত্তারের পুত্র পোল্টি ব্যবসায়ী রাজু আহম্মেদ। মঙ্গলবার মামলাটি ডিবিতে হস্তান্তরের আদেশ দেন পুলিশ সুপার মিজানুর রহমান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।