Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ায় অর্ধশতাধিক ককটেল বিস্ফোরণ

প্রকাশের সময় : ২০ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

ব্রাহ্মণবাড়িয়া জেলা সংবাদদাতা : ব্রাহ্মণবাড়িয়া সদর পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে অর্ধশতাধিক ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা।
আজ রোববার দুপুর সাড়ে ১২টার দিকে শহরের কলেজপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
তবে এ ঘটনায় কেউ হতাহত না হলেও সরকারি কলেজ সাময়িক সময়ের জন্য ভোট গ্রহণ বন্ধ রাখা হয়।
পরে আইন-শৃঙ্খলারক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে পুনরায় ভোট গ্রহণ স্বাভাবিক হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে শহরের কলেজপাড়াস্থ জেলা বিএনপির সভাপতি ও মেয়র প্রার্থী হাফিজুর রহমান মোল্লা কচি তার নিজ বাসভবনে এক সংবাদ সম্মেলন করে নির্বাচন বর্জনের ঘোষণা দেন।
সংবাদ সম্মেলন শেষে কচির সমর্থকরা একটি বিক্ষোভ মিছিল বের করেন।
মিছিলটি সরকারি কলেজের সামনে আসামাত্রই কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটে। এর পরপরই কলেজের সামনে দুর্বৃত্তরা অন্তত অর্ধশত ককটেলের বিস্ফোরণ ঘটায়। এ সময় দুর্বৃত্তরা সরকারি কলেজ ভোটকেন্দ্রেও হামলার চেষ্টা করে। এর ফলে ওই কেন্দ্রে সাময়িক সময়ের জন্য ভোট গ্রহণ বন্ধ হয়ে যায়।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার উপ-পরিদর্শক মো. মাসুদ জানান, কারা ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে সেটি এখনো স্পষ্ট নয়। তবে ব্যালট বাক্সসহ ভোট গ্রহণের সকল সরঞ্জাম সুরক্ষিত রয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ