বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
সিলেট অফিস : সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে পাথর উত্তোলনের সময় টিলা ধসে হতাহতের ঘটনায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। গত সোমবার রাতে নিহত চম্পার মা রেখা দাস মামলাটি দায়ের করেন। গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন জানান, কোয়ারি মালিক খলিলুর রহমানকে প্রধান আসামি করে মোট ১১ জনের বিরুদ্ধে মামলাদায়ের করা হয়েছে। খলিলুর রহমানের অংশীদার নান্নু মিয়াসহ ৬ জনের নামোল্লেখ করে করা মামলাটির অন্য ৫ আসামি অজ্ঞাত। ঘটনার পর পরই নান্নু মিয়াকে আটক করে পুলিশ। সোমবার সকালে জাফলং মন্দিরের জুম পাহাড় এলাকার কোয়ারি টিলা ধসে নারীশ্রমিক শম্পা দাস চম্পা (১৮) নিহত হন। আহন হন জুথি বিকাশ সরকার (৪৫), তার ছেলে দিপ্ত সরকার (১৪) ও ভাই অজিত সরকার (২২)। তাদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।