বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
হোসেনপুর (কিশোরগঞ্জ) উপজেলা সংবাদদাতা : কিশোরগঞ্জের হোসেনপুরে প্রশাসনের হস্তক্ষেপে বাল্যবিয়ে থেকে রক্ষা পেয়েছে তানজিলা আক্তার। সে উপজেলার উত্তর গোবিন্দপুর গ্রামের মো: আবু তাহেরের মেয়ে। গোপন সংবাদের ভিত্তিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট গতকাল মঙ্গলবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতে কনের পিতাকে অর্থদন্ড ও মুচলেকা নিয়ে প্রাপ্ত বয়স্ক না হওয়া পর্যন্ত বিয়ে না দেওয়ার শর্তে ছেড়ে দেন। বিয়ের আসরে ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট উপস্থিত হয়ে কনের পিতাকে ধরতে পারলেও বর পক্ষ পালিয়ে রক্ষা পায়। পরে কনের পিতাকে ১ হাজার টাকা জরিমানা আদায় ও বিয়ে না দেওয়ার শর্তে মুছলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়। আদালত পরিচালনা করেন হোসেনপুর উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো:সাইফুল ইসলাম মজুমদার। জানা যায়, ভুয়া কাগজ বানিয়ে কিশোরীর বয়স ১৮ বছর পূর্ণ হওয়ার আগেই কনে পক্ষ বিয়ের আয়োজন করছিলেন একই জেলার পাকুন্দিয়া উপজেলার পঙ্খচর গ্রামের আবু তাহেরের ছেলে মো:সবুজ মিয়ার (২২) সাথে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।