Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এক মাসেও সন্ধান মিলেনি ভাঙ্গার মাদরাসা শিক্ষার্থী হিমেলের

| প্রকাশের সময় : ১৫ নভেম্বর, ২০১৭, ১২:০০ এএম

ফরিদপুর জেলা সংবাদদাতা : ফরিদপুরের ভাঙ্গায় মাদরাসা শিক্ষার্থী হিমেল আকন্দ (১২) নিখোঁজের প্রায় ১ মাস পেরিয়ে গেলেও নিজ বাড়ীতে ফিরে না আসায় পরিবারের মধ্যে বইছে কান্নার রোল। সে উপজেলার পুলিয়া গ্রামের ইউসুফ আকন্দের ছেলে। ইউসুফ আকন্দ পেশায় একজন মুদি দোকানদার। পারিবারিক সুত্রে প্রকাশ গত ১১ অক্টোবর ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আজিমনগর ইউনিয়নের পুলিয়া গ্রাম থেকে তার নানাবাড়ী পার্শ্ববর্তী মাদারীপুরের শিবচরের চান্দেরচর গ্রামে বেড়াতে যায়। ৫দিন নানাবাড়ী বেড়ানোর পর নিজ বাড়ীতে ফিরে আসার পথে সে নিখোঁজ হয়। পরে আত্মীয় স্বজনসহ বিভিন্ন জায়গায় অনেক খোঁজাখুঁজির পর তাকে না পেয়ে পরিবারে বিষাদের ছায়া নেমে আসে। একমাত্র ছেলেকে না পেয়ে মা হাসনাহেনা ও পিতা ইউসুফ আকন্দ পাগলপ্রায়। মাদরাসা সুপার মাওলানা মোঃ ইব্রাহিম বলেন , অত্যন্ত মেধাবী ও বিনয়ী শিক্ষার্থী নিখোঁজের ঘটনায় আমরা সত্যিই মর্মাহত। তার পিতামাতাকে শান্তনা দেবার ভাষা আমাদের নেই। সে যাতে পিতামাতার কোলে ফিরে আসে এই কামনাই করি। এ ঘটনায় শিবচর থানায় একটি সাধারন ডায়েরী করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ