Inqilab Logo

বৃহস্পতিবার ১৪ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১, ১১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিদেশ পাঠানোর নামে ৩০ লাখ টাকা হাতিয়ে নিয়েছে প্রতারক স্বামী-স্ত্রী

| প্রকাশের সময় : ১৫ নভেম্বর, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার, কুষ্টিয়া থেকে : বিদেশ পাঠানোর নাম করে প্রতারনার মাধ্যমে প্রায় ৩০ লাখ টাকা হাতিয়ে নিয়েছে আন্ত: প্রতারক চক্রের সদস্য স্বামী-স্ত্রী। টাকা ফেরত পেতে ভুক্তভোগিরা প্রতারক ওই স্বামী-স্ত্রীর নামে থানা এবং কোর্টে মামলা করেও তারা পাওনা টাকা ফেরত পাচ্ছেনা। ফলে সহায় সম্বলহীন ভুক্তভোগিরা এখন দিশেহারা হয়ে পড়েছে।
প্রতারক স্বামী-স্ত্রীর নাম মোঃ হানিফ ওরফে লিটন(৫০) এবং বিউটি(৪০)। কুষ্টিয়ার আড়–য়াপাড়ার ২৬/১, বাহাদুর বিশ্বাস লেনে বিউটির বাপের বাড়ী এবং হানিফ ওরফে লিটন ভোলা জেলার মনপুরা উপজেলার উত্তর সাকুচর গ্রামের মুজাহারুল ইসলামের ছেলে।
সূত্রে জানা যায়, হানিফ ওরফে লিটন মানুষকে বিদেশ পাঠানো, জমি কেনা-বেচা, চাকুরী দেয়া, মামলা মোকদ্দমা থেকে আসামীর জামিন এবং থানা থেকে লোক ছাড়ানোসহ বিভিন্ন কাজ এক তুড়িতেই করে দিতে পারে বলে নিজেকে জনসম্মুখে জাহির করতে থাকে। নামমাত্র মোবাইল ব্যবসার অন্তরালে হানিফ চালিয়ে যেতে থাকে তার অভিনব প্রতারনা। এ বিষয়ে ভুক্তভোগি শরিফ বলেন, আমার সরলতা এবং বেকারত্বের সুযোগ নিয়ে হানিফ আমাকে অধিক বেতনের লোভ দেখিয়ে বিদেশে (দুবাই) পাঠানোর স্বপ্ন দেখায়। আমি স্বপ্নে বিভোর হয়ে হানিফের কথামতো তার স্ত্রীর হাতে ২ লাখ ৫০ হাজার টাকা প্রদান করি। অবশেষে আমি টাকা আদায়ের জন্য কুষ্টিয়া কোর্টে হানিফের স্ত্রী বিউটির নামে একটি মামলা দায়ের করি। প্রতারনার শিকার ভুক্তভোগী জহিরুল বলেন, আমাকে সিঙ্গাপুর পাঠানোর নাম করে হানিফ তার স্ত্রীকে দিয়ে আমার কাছ থেকে ৩ লাখ টাকা নিয়েছে। আমার কাছ থেকে টাকা নেওয়ার পর পরই হানিফ তার দোকান পাট বন্ধ করে কুষ্টিয়া ছেড়ে পালিয়ে যায়। আরেক ভুক্তভোগী কাইয়ূম বলেন, ব্যবসার কথা বলে হানিফ আমার কাছ থেকে বিভিন্ন সময়ে ৬ লাখ টাকা নিয়েছে। আমাকে একটি টাকাও ফেরত দেয়নি। হানিফের চাচা রশিদ হাজি বলেন, আমার ভাতিজী ছোট বেলা থেকেই বিতর্কিত, তার নামে নানান ধরনের অভিযোগ। যার ফলে তাকে নিজ এলাকা ছাড়তে হয়েছে।
এলাকাবাসি বলেন, স্বামী-স্ত্রী তারা দুজন দেশের বিভিন্ন জায়গায় প্রথমে বাসা ভাড়া নেয়। তারপর কয়েক বছর সে এলাকায় থাকার পর নিরীহ মানুষকে বোকা বানিয়ে তাদের কাছ থেকে বিভিন্ন ভাবে প্রতারনা করে টাকা পয়সা হাতিয়ে রাতারাতি পালিয়ে যায়। আবার অন্যকোন জেলা হয় তাদের টার্গেট।
নির্ভর যোগ্য সূত্রে জানা যায়, একই ভাবে এই দম্পতি বিভিন্ন কায়দায় প্রতারনা করে শুধু কুষ্টিয়া থেকেই প্রায় ৩০ লাখ টাকা হাতিয়ে নিয়েছে। এই দম্পতির নামে কুষ্টিয়াসহ দেশের বিভিন্ন থানায় প্রতারনার মামলাও রয়েছে। কয়েকবার তারা পুলিশের হাতে ধরা পড়লেও আবার জামিনে বেরিয়ে আসে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ