বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
চট্টগ্রাম, নাটোর, নেত্রকোনা ও পিরোজপুরে পৃথক সড়ক দুঘর্টনায় ৮ জন নিহত হয়েছে। এসময় আহত হয়েছে আরো ৫ জন। এ সংক্রান্ত আমাদের সংবাদদাতাদের পাঠানো প্রতিবেদন-
চট্টগ্রাম ব্যুরো জানান, চট্টগ্রামে পৃথক দুর্ঘটনায় দুই কলেজ শিক্ষার্থীসহ চারজন নিহত হয়েছেন। হাটহাজারীর কুয়াইশে কলেজের সামনে গতকাল মঙ্গলবার বিকেলে বাস চাপায় আরফা আবেদীন খান (১৮) ও নিলয় সরকার (১৮) মারা যান। এসময় দুর্ঘটনায় আহত হয়েছেন মো. হোসাইন (১৮)। তিনজনই কুয়াইশ কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। পুলিশ জানায়, কাপ্তাই থেকে চট্টগ্রাম মহানগর অভিমুখী একটি বাস বিপরীতমুখী একটি প্রাইভেট কারকে সাইড দিতে গিয়ে শিক্ষার্থীদের চাপা দেয়। শিক্ষার্থীরা ওই সময় পরীক্ষা শেষ করে রাস্তা পার হওয়ার জন্য অপেক্ষা করছিলেন। চমেক হাসপাতালে আনার পর আরফা ও নিলয়কে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। এদিকে সাতকানিয়া উপজেলার হাসমতের দোকান এলাকায় বাস চাপায় নুরুল আমিন নামে এক যুবকের মৃত্যু হয়। তিনি আফজল নগর এলাকার মোঃ ইসলামের পুত্র। পুলিশ জানায়, পথচারী নুরুল আমিনকে এনা পরিবহনের একটি বাস চাপা দিলে এ দুর্ঘটনা ঘটে। অপরদিকে সীতাকুÐের কুমিরায় ফাহিম এন্টারপ্রাইজ শিপ ব্রেকিং ইয়ার্ডে জাহাজ থেকে পড়ে মোঃ মিজান (২০) নামে এক শ্রমিক মারা গেছে। তার বাড়ি বরিশাল বিমানবন্দর এলাকায়।
নাটোর জেলা সংবাদদাতা জানান, নাটোর শহরের দিঘাপতিয়া এলাকায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছে। এসময় গুরুতর আহত হয়েছে অপর আরোহী। গতকাল মঙ্গলবার দুপুর ২টার দিকে নাটোর-বগুড়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো-সদর উপজেলার ইছলাবাড়ি গ্রামের রফিকুল ইসলামের ছেলে জহুরুল ইসলাম ও ইদ্রিস আলীর ছেলে মিম হোসেন (১৫)। আহত মাসুদ হোসেন (১৫) একই গ্রামের বেলাল প্রামাণিকের ছেলে। জানা যায়, মঙ্গলবার দুপুরে মোটরসাইকেলে করে নাটোর শহর থেকে নিজ বাড়ি ইছলাবাড়ি গ্রামে ফিরছিলো তারা। পথে দিঘাপতিয়া এলাকায় এলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই জহুরুল নিহত এবং মিম ও মাসুদ গুরুতর আহত হয়। খবর পেয়ে নাটোর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হলে সেখানে মিমের মৃত্যু হয়। মাসুদের অবস্থার অবনতি হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
নেত্রকোনা জেলা সংবাদদাতা জানান, নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলা সদরের শহীদ মিনার মোড়ে সিএনজি টেম্পু স্ট্যান্ড এলাকায় গতকাল মঙ্গলবার দুপুরের দিকে অটোরিক্সা ও ট্রাকের ধাক্কায় শহিদুল ইসলাম (৫০) নামে এক সিএনজি চালকের করুণ মৃত্যু হয়েছে। নিহত শহিদুল ইসলামের বাড়ী কেন্দুয়া উপজেলার পাঁচহার গ্রামে। তার পিতার নাম মৃত গনু মেম্বার। কেন্দুয়া থানার এস আই মোঃ নূরুল আমিন জানান, দুপুরের দিকে সিএনজি চালক শহিদুল সিএনজি স্ট্যান্ডে গাড়ী থামিয়ে রাস্তা পারাপার হওয়ার সময় প্রথমে একটি অটোরিক্সা তাকে ধাক্কা দিয়ে সে রাস্তায় পড়ে যায়। সেখান থেকে উঠতে গেলে বিপরীত দিক থেকে আসা একটি দ্রæতগামী ট্রাক (ঢাকা মেট্রো-ট ১১-৫৩৩০) তাকে পুনরায় ধাক্কা দিলে সে মারাত্মক আহত হয়। আশঙ্কাজনক অবস্থায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়। তিনি আরো জানান, দুর্ঘটনার পর স্থানীয়রা ট্রাক ও অটোরিক্সাসহ দুই চালককে আটক করেন। আটককৃত চালকরা হলেন, নারায়ণগঞ্জের ফতুল্লা উপজেলার পূর্ব শিয়ার চড়ের বাসিন্দা ট্রাকচালক বশির মিয়া (৪৭) ও কেন্দুয়ার শেওড়া গ্রামের বাসিন্দা অটোরিক্সা চালক আনোয়ার হোসেন (৩২)।
নাজিরপুর (পিরোজপুর) উপজেলা সংবাদদাতা জানান, পিরোজপুরের নাজিরপুরে সড়ক দুর্ঘটনায় হেলাল মুন্সী (৪৫) নামে এক পথচারী নিহত হয়েছে। নিহত হেলাল মুন্সী উপজেলার মালিখালী ইউনিয়নের পেনাখালী গ্রামের আফতাব মুন্সীর ছেলে। জানা যায়, নিহত হেলাল মুন্সীর মেয়ে চলতি বছরের জেএসসি পরীক্ষার্থী। গতকাল মঙ্গলবার তাকে নিয়ে উপজেলা মাটিভাঙ্গা হাজী আব্দুল গণি মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে আসেন হেলাল। মেয়েকে পরীক্ষার হলে দিয়ে তিনি কেন্দ্রের সামনে অপেক্ষা করছিলেন। বেলা ১২টার দিকে নাজিরপুর-গোপালগঞ্জ মহাসড়ক পার হয়ে পরীক্ষার হলের দিকে আসার পথে দ্রুতগতিতে আসা একটি মোটরসাইকেল পরীক্ষা কেন্দ্রের সামনেই তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। দুর্ঘটনা সংগঠনকারী মোটরসাইকেল চালক রাকিবও এ সময় আহত হয়েছে। বর্তমানে সে নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। আহত মোটরসাইকেল চালক রাকিব উপজেলার ভাইজোড়া গ্রামের আক্কেল শেখের ছেলে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।