Inqilab Logo

সোমবার ২৩ সেপ্টেম্বর ২০২৪, ০৮ আশ্বিন ১৪৩১, ১৯ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

মোবাইল ফোন গ্রাহক ১৪ কোটি

| প্রকাশের সময় : ১৫ নভেম্বর, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : দেশে মোবাইল সিমের সংখ্যা ১৪ কোটি ছাড়িয়েছে। ইন্টারনেট গ্রাহক সংখ্যা পৌছেছে প্রায় ৮ কোটিতে। টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ সংস্থার (বিটিআরসি) চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত তথ্য বিশ্লেষণ করে এ তথ্য জানা যায়। গতকাল (মঙ্গলবার) বিটিআরসির ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনে দেখা যায়, চারটি মোবাইল ফোন অপারেটরের মোট গ্রাহক সংখ্যা ১৪ কোটি ৭ লাখ ১৩ হাজার। এর মধ্যে ৬ কোটি ৩৮ লাখ ৪২ হাজার গ্রাহক নিয়ে শীর্ষে রয়েছে গ্রামীণফোন। এয়ারটেল একীভূত হওয়ার পর রবির গ্রাহক সংখ্যা এখন চার কোটি ১২ লাখ ১১ হাজার। বাংলালিংকের গ্রাহক সংখ্যা তিন কোটি ২৩ লাখ ৭৯ হাজার। আর রাষ্ট্রায়ত্ত মোবাইল ফোন অপারেটর টেলিটকের গ্রাহক সংখ্যা মাত্র ৩২ লাখ ৪১ হাজার। গত বছর সেপ্টেম্বর শেষে দেশে ১১ কোটি ৯০ লাখ ৮৭ হাজার মোবাইল সিম সক্রিয় থাকার তথ্য দিয়েছিল বিটিআরসি। গত এক বছরে গ্রাহক সংখ্যা বৃদ্ধি পেয়েছে ১৮ শতাংশের বেশি। প্রতিবেদনে জানানো হয়, চলতি বছরের সেপ্টেম্বর শেষে ইন্টারনেট গ্রাহকের সংখ্যা দাঁড়িয়েছে সাত কোটি ৯২ লাখ ২৭ হাজারে। গত বছর একই সময়ে ছিল ৬ কোটি ৬৮ লাখ ৬২ হাজার।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ