Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নান্দাইলে পাটচাষি প্রশিক্ষণ

| প্রকাশের সময় : ১৫ নভেম্বর, ২০১৭, ১২:০০ এএম

নান্দাইল (ময়মনসিংহ) উপজেলা সংবাদদাতা : বাংলাদেশ পাট গবেষনা ইনস্টিটিউট, কৃষি মন্ত্রনালয়ের আয়োজনে ময়মনসিংহের নান্দাইল উপজেলায় পাটচাষীদের দিনব্যাপী প্রশিক্ষন কর্মসূচী রোববার উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। নান্দাইল উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ নাসির উদ্দিনের সভাপতিত্বে প্রশিক্ষন কর্মসূচী উদ্বোধন করেন জেএফএসডি, বিজেআরআই, ঢাকা, মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ইঞ্জিনিয়ার ড. মো. মুজিবুর রহমান। এতে প্রশিক্ষক ছিলেন কিশোরগঞ্জ পাট গবেষনা আঞ্চলিক কেন্দ্রের পিএসও ড. মো. লুৎফর রহমান, বিজেআরআই ঢাকার প্রজনন কেন্দ্রের পিএসও ড. মো. গোলাম মোস্তফা, বিশ্বজিৎ কুন্ড। প্রশিক্ষন কর্মসূচীতে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ১০০ জন পাটচাষী অংশগ্রহন করেন। প্রশিক্ষনে পাট ক্ষেতে পোকার আক্রমন দমনের ওপর বিশদ আলোচনা করা হয়। এ ছাড়াও বিজেআরআই দেশীয় পাট রোপনের ওপর আলোচনা করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ