Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শিবগঞ্জে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ বিতরণ

| প্রকাশের সময় : ১৫ নভেম্বর, ২০১৭, ১২:০০ এএম

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) উপজেলা সংবাদদাতা : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার রাধাকান্তপুর উচ্চ বিদ্যালয় মাঠে কৃষকদের মাঝে বিনামূল্যে ধানের বীজ বিতরণ করা হয়েছে। বেসরকারি সংস্থা প্রসিদ্ধ সমাজকল্যাণ সংস্থার আয়োজনে মঙ্গলবার সকালে প্রায় ৫০ জন বর্গাচাষির মাঝে ১০ কেজি করে ধানের বীজ বিতরণ করেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল। এ উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় ছত্রাজিতপুর ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য তোহিদুর রহমান চান্দুর সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, দুর্লভপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবু আহমেদ নজমুল কবির মুক্তা, উপজেলা ছাত্রলীগের সভাপতি বেনজির আহমেদ, জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা শিউলি বেগম, উপজেলা অওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক কফিল উদ্দিন, ছত্রাজিতপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আজম আলী, ছত্রাজিতপুর ইউপির সদস্য আলমাস আলী, সংস্থার কোষাধ্যক্ষ নজরুল ইসলাম দুলালসহ অন্যরা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংস্থার সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ