Inqilab Logo

শুক্রবার, ০৫ জুলাই ২০২৪, ২১ আষাঢ় ১৪৩১, ২৮ যিলহজ ১৪৪৫ হিজরী

কালকিনিতে ২১ দিনেও হদিস মেলেনি গৃহবধূর

| প্রকাশের সময় : ১৫ নভেম্বর, ২০১৭, ১২:০০ এএম

কালকিনি (মাদারীপুর) উপজেলা সংবাদদাতা : মাদারীপুরের কালকিনি উপজেলার কয়ারিয়া এলাকার পূর্ব চর কয়ারিয়া গ্রামে শিরিন বেগম(২৩) নামের একে গৃহবধূকে অপহরণ করে গুম করার অভিযোগ উঠেছে তার স্বামী সোহেল সরদারসহ সাত জনের বিরুদ্ধে। গত ২৪ অক্টোবর বিকেলে এ ঘটনা ঘটার পর থেকে সে নিখোঁজ থাকলেও ২১ দিনেও তার সন্ধ্যান দিতে পারেনি কেউ। এনিয়ে সেই গৃহবধূর মা সেনোয়ারা বেগম বাদী হয়ে জামাতা সোহেল সরদারসহ সাতজনকে আসামি করে কোর্টে একটি মামলা করলে আদালত মামলার তদন্তের ভার দেন কালকিনি থানায়। আর কালকিনি থানার এসআই সঞ্জিব কুমার জোয়াতদার বিষটির তদন্ত করলেও এখনো মামলাটি থানায় রেকর্ড করা হয়নি এবং সেই গৃহবধূকে উদ্ধারে কোনো তৎপরতা দেখানো হয়নি। এতে করে চরম হতাশ হয়ে এখন নিজের মেয়ের সন্ধ্যান ও তাকে ফিরে পেতে পথে পথে ঘুরছে তার মা বাদী সেনোয়ারা বেগম। জানা গেছে, কুমিল্লার মুরাদনগর থানার দক্ষিণ কলাকান্দি গ্রামের মরহুম মোহাম্মদ হোসেনের মেয়ে শিরিনের সাথে বিয়ে হয় কালকিনি উপজেলার পূর্ব চর কয়ারিয়া গ্রামের মঙ্গল সরদারের ছেলে সোহেল সরদারের। বিয়ের পর থেকে স্বামী স্ত্রীর কলোহ বাধলে এ নিয়ে মামলা দায়ের করে কনেপক্ষ। আর মামলার সুরাহা করে সংসার করার আশ্বাসে নিজ গ্রাম পূর্ব চর কয়ারিয়া গ্রামে আনা হয় গৃহবধূ শিরিনকে। কিন্তু পারিবারিক কলহের সুরাহা ও সংসার করার নামে গ্রামে এনে অপহরণ করা হয় তাকে। আর সেই থেকে সে নিখোঁজ থাকায় তার মা সেনোয়ারা বেগম বাদী হয়ে শিরিনের স্বামী সোহেল সরদার ও তার সহযোগী কালাই হাওলাদার, রাজিব মির্জা, খোকা সিকদার, সরোয়ার প্যাদা ও জসিম বয়াতিকে আসামি করে মাদারীপুর কোর্টে অপহরণ মামলা করেন। এ ব্যাপারে কালকিনি থানার এসআই সঞ্জিব কুমার জোয়াতদার বলেন, এ বিষয়ে তদন্তে গেলে কেউ বলে অপহরণ হয়েছে, আর কেউ বলে শিরিন নিজেই আত্মগোপনে রয়েছে। তবে থানায় এখনো মামলাটি রেকর্ড না হওয়ায় আসামিদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া সম্ভব হয়নি। তবে তদন্ত অব্যাহত রয়েছে।



 

Show all comments
  • মোঃ জহিরুল ইসলাম ১৫ নভেম্বর, ২০১৭, ৬:৩১ এএম says : 0
    আমারা এর বিচার চাই ।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ